কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ
উন্নয়ন সমন্বয়ের সেমিনারে বক্তাদের অভিমত

সিগারেটে করারোপের ক্ষেত্রে জনস্বাস্থ্য সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে

‘২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ’ শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা
‘২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ’ শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা

বাংলাদেশে মোট মৃত্যুর এক-পঞ্চমাংশের বেশির জন্য দায়ী তামাক ব্যবহার। সিগারেটসহ অন্যান্য মারাত্মক ক্ষতিকারক তামাক পণ্য বিক্রি থেকে সরকার যে রাজস্ব পেয়ে থাকে তার তুলনায় তামাক ব্যবহারজনিত স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি অনেকখানি বেশি। তাই সিগারেটে করারোপ বিষয়ক নীতি-ভাবনায় রাজস্ব আহরণ নয় বরং জনস্বাস্থ্যই প্রধান বিবেচ্য।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় সামরিক জাদুঘরের সেমিনার হলে আয়োজিত ‘২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ’ শীর্ষক সেমিনারে এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাত্তার মণ্ডল তামাক শিল্প মোট হিসেবে দেশের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে অভিমত দেন এবং নীতি-নির্ধারকদের সিগারেটে কার্যকর করের ক্ষেত্রে আপোষহীনভাবে অগ্রসর হতে আহ্বান জানান।

উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী প্রেক্ষাপটপত্র উপস্থাপনের সময় আসন্ন বাজেটে গড় মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এনবিআর প্রতিনিধি মামুন সাদাত সিগারেট ব্যবহারের মাত্রা কমাতে সিগারেটের বিদ্যমান কর-কাঠামো সংস্কারের আহ্বান জানান এবং মো. মশিউর রহমান বাজেট চূড়ান্ত হওয়ার যথেষ্ট আগে সিগারেটে কার্যকর করারোপের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরার জন্য তামাকবিরোধী নাগরিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

সিগারেটে যথাযথ করারোপ না করায় সরকার বছরে ৬,৬০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, সিগারেটে কার্যকর করারোপের মাধ্যমে সরকার জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তার রাজস্ব আয়ও উল্লেখযোগ্য মাত্রায় বাড়াতে পারে।

সভাপতির বক্তব্যে ড. জুলফিকার স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তামাকবিরোধী নাগরিক সংগঠনগুলোর প্রস্তাবনাগুলো বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্ট অংশীজনদের।

উন্নয়ন সমন্বয়ের হেড অব প্রোগ্রাম শাহীন উল আলম সেমিনারটি সঞ্চালনা করেন।

বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে এ আলোচনায় আসন্ন অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে মতবিনিময় করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি, অর্থনীতিবিদ, তামাকবিরোধী গবেষক, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।

বিআইডিএসের গবেষণা পরিচালক ড. এসএম জুলফিকার আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উন্নয়ন সমন্বয়ের বিআইডিএসের প্রফেসরিয়াল ফেলো ও কৃষি অর্থনীতিবিদ ইমেরিটাস অধ্যাপক ড. এমএ সাত্তার মণ্ডল। এনবিআরের পক্ষ থেকে আলোচক হিসেবে অংশ নেন- সদ্য সাবেক সদস্য ড. মো. সহিদুল ইসলাম, ট্যাক্স পলিসির প্রথম সচিব মির্জা মো. মামুন সাদাত এবং ভ্যাট পলিসির প্রথম সচিব মো. মশিউর রহমান।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ এবং গবেষণা সংস্থা র‌্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক এবং সিটিএফকের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের সকলে মিলেই সফল হতে হবে : আলী রিয়াজ

১৭ জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস পালনের ঘোষণা ঢাবি উপাচার্যের

বিদেশি নম্বর থেকে আসা ফোনকল ধরলেই বিপদ, কীভাবে নিরাপদ থাকবেন

‘সিআইডি’ তারকাদের পারিশ্রমিক, কে কত পান?

ঘুষ দিয়ে পিয়নের চাকরি, বেতন না পেয়ে যুবকের কাণ্ড

গবেষণা / সঙ্গী খোঁজা, মিলনে আগ্রহ হারিয়ে ফেলছে মাছেরা 

পালমার শেখালেন কখনো কখনো ছেড়ে যাওয়াটাই উত্তম

এইচএসসি পরীক্ষায় দায়িত্বে গাফিলতি, আশুলিয়ায় কেন্দ্রপ্রধান বরখাস্ত

বনানীতে পথশিশুকে ধর্ষণ

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই, পরীক্ষা আগস্টের শেষে

১০

ঢাকাতেই এসিসি বার্ষিক সভা, ভারতকেও আশা করছে বিসিবি

১১

ইসরায়েলের সীমান্তের কাছে এগিয়ে গেল সিরিয়ার ট্যাংক, অতঃপর...

১২

এপেক্স নিয়ে এলো শিশুদের জন্য অনন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৩

গাজায় স্বাধীনতাকামীদের উৎখাতে মাহমুদ আব্বাসের পরিকল্পনা

১৪

‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি’ অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার বাংলাদেশ

১৫

কুষ্টিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

১৬

সন্তান প্রসবের আগে জেনেছেন তিনি অন্তঃসত্ত্বা

১৭

টেস্ট অধিনায়কত্বে আগ্রহী তাইজুল

১৮

২৭ রানে অলআউট ক্যারিবীয়রা, রেকর্ডের পাহাড় ভাঙল অস্ট্রেলিয়া

১৯

মা ও দুই শিশুকে খুন / ‘যে ভাইরে আগলাইয়া রাখলাম, সে-ই সব শেষ কইরা দিল’

২০
X