স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাতেই এসিসি বার্ষিক সভা, ভারতকেও আশা করছে বিসিবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় সব সদস্য দেশের উপস্থিতিই প্রত্যাশা করছেন তিনি।

ভারতের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন থাকলেও, বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন—সভা ঢাকাতেই অনুষ্ঠিত হবে এবং আয়োজনে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।

‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল হলো এশিয়ার ক্রিকেটের প্রধান সংস্থা। আমরা আগে কখনো এই রকম বড় সভার আয়োজন করিনি। এবার আমরা ২৩ জুলাই একটি অফিশিয়াল ডিনার ও ২৪ জুলাই বার্ষিক সভা করব ঢাকায়, যেখানে প্রায় সব দেশ অংশ নেবে,’ —সাংবাদিকদের বলেন আমিনুল ইসলাম।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের প্রতিনিধিরা সভায় যোগ দেবে কি না—তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এমনকি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, সভার ভেন্যু ঢাকা থেকে দুবাইয়ে স্থানান্তরের সম্ভাবনাও রয়েছে।

তবে বিসিবি সভাপতি এমন সব জল্পনাকে উড়িয়ে দিয়ে বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী সবকিছুই চলছে। এ পর্যন্ত আয়োজনে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি। সময়মতো সবাইকে বিস্তারিত জানানো হবে।’

সূত্র মতে, যদি ভারত থেকে কোনো প্রতিনিধি সরাসরি উপস্থিত না থাকতে পারেন, তারা অনলাইনেই সভায় যুক্ত হবেন।

আলোচনায় ছিল সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়েও। একাধিক আইনি জটিলতায় জড়িত এই অলরাউন্ডারের জাতীয় দলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বিসিবি সভাপতি জানালেন, সাকিব এখনো সব ফরম্যাট থেকে অবসর নেননি এবং তার খেলার পথ এখনো বন্ধ হয়নি।

‘সাকিব এখনো বাংলাদেশের জন্য খেলার জন্য উপলব্ধ। আমি এখনো ওর সঙ্গে কথা বলিনি। তবে কথা বলব এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে,’—বলেন আমিনুল।

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্বাচকদের। আমি বোর্ড চালাই, দল নির্বাচন করি না। সাকিবের বিষয়টিও নির্বাচকরাই দেখবেন।’

আমিনুল ইসলাম মনে করেন, এই সভা আয়োজন করা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় অর্জন।

‘আমরা আগে কখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বড় কোনো সভা হোস্ট করিনি। এবার সেটা করতে পারাটা দেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয়।’

২৪ জুলাইয়ের সেই সভায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ এশিয়ার প্রায় সব ক্রিকেট বোর্ডের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা বিসিবির। আর সাকিব ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে নির্বাচকদের আলোচনার ভিত্তিতে—তবে বোর্ড সভাপতি জানিয়ে রাখলেন, দরজা এখনো খোলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহাসড়ক অবরোধ

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন (রহ.) আর নেই

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা : ইউটিএল

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি : টুকু

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

নুরের খোঁজ নিলেন ড. মঈন খান

১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

১১

মনখালী এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’

১২

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স 

১৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ১০ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

১৪

জানা গেল লাল টি-শার্ট পরা সেই যুবকের পরিচয়

১৫

আসছে রাহাত-রুবাইয়াতের ‘তুমি আমার প্রেম পিয়াসা’

১৬

লাল টি-শার্ট পরা যুবক ডিবির কেউ নয় : ডিএমপির ডিবিপ্রধান 

১৭

জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু

১৮

রিউমর স্ক্যানার / নুরকে নয়, অন্য কাউকে পেটাচ্ছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি 

১৯

আইনি বিপাকে অঙ্কুশ,আদালতে হাজিরার নির্দেশ

২০
X