কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবি

ঢাকায় ‘আমরা ঠাকুরগাঁওবাসী’ আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা
ঢাকায় ‘আমরা ঠাকুরগাঁওবাসী’ আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা

চীনের এক হাজার শয্যাবিশষ্টি হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন জেলার অসংখ্য মানুষ। তারা বলেন, ঠাকুরগাঁওয়ে হাসপাতালটি হলে ভারতের পশ্চিমবঙ্গের মানুষও সেবা গ্রহণে আগ্রহী হবেন। কারণ ভারতের চেয়ে চীনের চিকিৎসাসেবা অধিক উন্নত। এছাড়া যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত হওয়ায় রংপুর বিভাগের ৮টি জেলাসহ ভারত, নেপাল, ভুটান ও চীনের মানুষও চিকিৎসাসেবা নিতে পারবেন। ফলে এই জেলা হতে পারে মেডিকেল ট্যুরিজম হাব। একইসঙ্গে ঠাকুরগাঁও বিমানবন্দর অবিলম্বে চালুর দাবি জানানো হয়।

‘আমরা ঠাকুরগাঁওবাসী’ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এতে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামসহ ঢাকাস্থ ঠাকুরগাঁওবাসীর বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন।

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ দেলাওয়ার হোসেন সভাপতির বক্তব্যে বলেন, চীনের এক হাজার শয্যাবিশষ্টি বিশেষায়িত হাসপাতাল ঠাকুরগাঁওয়ে হলে শুধু রংপুর বিভাগের আট জেলা নয় বরং ভারত, নেপাল, ভুটান ও চীনের মানুষও চিকিৎসাসেবা নিতে পারবেন। চীনের চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ায় এবং বাংলাদেশে অভিজ্ঞ চিকিৎসক থাকায় ভারতের পশ্চিমবঙ্গের মানুষও এই হাসপাতালের সেবা গ্রহণে আগ্রহী হবেন। বাংলাদেশের চিকিৎসা অনেক উন্নত হওয়ায় এই মেডিকেল কলেজে উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী হবেন বিদেশি শিক্ষার্থীরা। কম মূল্যে ভালো চিকিৎসা পেলে ঠাকুরগাঁও হতে পারে মেডিকেল ট্যুরিজমের হাব।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের সঙ্গে দেশের সব জেলার সড়ক ও রেল পথের যোগাযোগ আছে। অচিরেই বিমান পথও হয়তো যুক্ত হবে। ঠাকুরগাঁও-পঞ্চগড় হাইওয়ের পাশে সালান্দরে সুগার মিলের অব্যবহৃত জমি আছে ১৫০-২০০ একর। আগে আখ চাষ হলেও এগুলো এখন পরিত্যক্ত পড়ে থাকে। ফলে চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতালটি ঠাকুরগাঁওয়েই সবচেয়ে উপযুক্ত স্থান। তাই ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে এই হাসপাতাল আমাদের প্রাণের ঠাকুরগাঁওয়ে স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি ডা. নজরুল ইসলাম বলেন, এই জেলায় একটি আইসিইউ পর্যন্ত নেই। এখানে আন্তর্জাতিক হাসপাতাল স্থাপন না করা শুধু অবিচার নয়, এটি জনস্বাস্থ্য নিরাপত্তার প্রশ্ন। ঠাকুরগাঁওয়ে হাসপাতাল স্থাপন হলে অন্তত ৩টি জেলার লাখ লাখ মানুষের জীবন বাঁচবে।

গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, বিগত সময়ে উত্তরাঞ্চলে যারা নেতৃত্বে দায়িত্বে ও জনপ্রতিনিধিত্বে ছিলেন, তারাই এই অঞ্চলকে অবহেলিত করে রেখেছে। বর্তমানে ঠাকুরগাঁওয়ে এই হাসপাতাল নির্মাণের জন্য ৫০ জনেরও বেশি মানুষ জায়গা দিতে প্রস্তুত আছে। এটি অঞ্চলের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, এই হাসপাতাল শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং একটি অঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠবে। সরকারের উচিত, এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

মানববন্ধনে ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এ পারভেজ লাবু ঠাকুরগাঁওয়ে এ হাসপাতাল নির্মাণের নানা যৌক্তিকতা তুলে ধরেন।

ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা সোসাইটির সভাপতি ও সাবেক কর কমিশনার আসাদুজ্জামান বলেন, ঠাকুরগাঁও থেকে ঢাকায় ১২-১৪ ঘণ্টার দূরত্ব। অনেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আসতে না পেরে সুচিকিত্সার অভাবে মারা যান। ঠাকুরগাঁওয়ে এই হাসপাতাল নির্মিত হলে উত্তরাঞ্চলের ১৫-১৬ টি জেলার মানুষ যেমন লাভবান হবে। একইসঙ্গে নেপাল, ভুটান এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষ এখানে এসে চিকিৎসা নিতে পারবে।

ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক এ পারভেজ লাবু বলেন, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ২টি জেলার একটি ঠাকুরগাঁও অপরটি পঞ্জগড়। আমরা চাই এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য চীন-বাংলাদেশ ফেন্ডশিপ জেনারেল হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে স্থাপন করা হোক। তিনি, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এই হাসপাতাল স্থাপনের দাবি জানান।

এছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির সদস্য সচিব মো. মকছেদুল ইসলাম সোহাগ, বিশিষ্ট ব্যাংকার আবুল কালাম আজাদ, ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আসাদুল্লাহ্ আল গালিব প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ বেলাল হোসেন, সাবেক ছাত্র নেতা আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল হোসেন, অ্যাডভোকেট আদিব, ইঞ্জিনিয়ার জামিল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

শাহবাগে নেই ছাত্রদল-বাম

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

১০

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

১১

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১২

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

১৩

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

১৪

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

১৫

শাহবাগে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে শিবির

১৬

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

১৭

আবদুল হামিদের পালানো নিয়ে তারেক রহমানের মন্তব্য

১৮

মুচলেকায় মুক্তি পেল ৯৩ জেলে  / জব্দ করা ৬১৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

১৯

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

২০
X