দৈনিক কালবেলায় গত ০৫ মে ‘বিধি সংশোধনের আগেই পাবনার আদালতে তড়িঘড়ি নিয়োগ নিয়ে প্রশ্ন’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন পাবনার জেলা জজ আদালতের সিনিয়র জজ মো. আল ইমরান।
প্রতিবাদলিপিতে বলা হয়, গত ০৫ মে দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে ‘বিধি সংশোধনের আগেই পাবনার আদালতে তড়িঘড়ি নিয়োগ নিয়ে প্রশ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে আইন মন্ত্রণালয়ে প্রেরিত অজ্ঞাতনামা ব্যক্তির অভিযোগের বরাদ দিয়ে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে চলমান কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কতিপয় ভিত্তিহীন, অবান্তর ও অসত্য অভিযোগ প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সংবাদে উল্লিখিত অজ্ঞাতনামা অভিযোগের বিষয়ে বিচার বিভাগ, পাবনার বক্তব্য এই যে, পাবনা জেলার জেলা ও দায়রা জজ আদালতে প্রায় ৬৫টি সহায়ক কর্মচারীর পদ শূন্য থাকায় বিচার ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তৎপ্রেক্ষিতে, বিচার বিভাগে সহায়ক কর্মচারী নিয়োগসংক্রান্ত বর্তমানে বলবৎ আইন ও বিধি বিধান অনুসারে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে অতি আবশ্যক ১৮টি সহায়ক কর্মচারীর পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করে পাবনাবাসীর দ্রুত ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত ও বেগবান করার চেষ্টা করা হয়।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, এই মহৎ প্রচেষ্টায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আইন মন্ত্রণালয়ে অভিযোগ প্রেরণ করে থাকতে পারে। বিচার বিভাগ, পাবনা ওই অভিযোগটি অত্যন্ত দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করছে। প্রতিবেদনে উল্লিখিত বেনামি অভিযোগ পত্রটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য। প্রচলিত আইনি কাঠামোর মধ্যে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসৃত বাছাই প্রক্রিয়াকে ‘তড়িঘড়ি নিয়োগ’ নামে অভিহিত করা বা কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেন করার অভিযোগ অজ্ঞতা বিদ্বেষপ্রসূত এবং উদ্দেশ্যপ্রণোদিত মর্মে বিবেচনা করা যায়।
অভিযোগকারীর নাম-ঠিকানা ছাড়া অসৎ উদ্দেশ্যে প্রেরিত একটি মনগড়া অভিযোগের সত্যতা যাচাইবাছাই ব্যতিত কালবেলা প্রত্রিকায় যে পক্রিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। ওই প্রতিবেদন দ্বারা বিচার বিভাগ, পাবনা তথা দেশের বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। বিচার বিভাগ, পাবনা কালবেলা পত্রিকার নিকট অধিকতর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে বলে জানানো হয় প্রতিবাদলিপিতে।
উল্লেখ্য, সদাসয় সরকারের নিয়োগ বিধিমালা সংশোধনীর উদ্যোগকে সম্মান ও স্বাগত জানিয়ে ইতোমধ্যে উল্লিখিত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
মন্তব্য করুন