কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না, বুকটা খালি হয়ে যাচ্ছে’

সন্তানের জন্য আহাজারি করছেন মা ইয়াসমিন আক্তার। ছবি : সংগৃহীত
সন্তানের জন্য আহাজারি করছেন মা ইয়াসমিন আক্তার। ছবি : সংগৃহীত

‘আমার মেয়ের সব পুড়ে গেছে, তোমরা কেউ তার জ্বলা বন্ধ করো। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। আমার বুকটা খালি হয়ে যাচ্ছে।’

সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তৃতীয় তলায় কক্ষের বাহিরে ছেলেকে জড়িয়ে এভাবে আর্তনাদ করছিলেন ইয়াসমিন আক্তার।

ইয়াসমিন আক্তার বলেন, আমার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নুরে জান্নাত উষা বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে গেছে। আমার দুই ছেলে-মেয়ে। মেয়ে মাইলস্টোনে পড়ে।

হাসপাতালে মায়ের পাশে বসে ছিল ছেলে তাহমিন ইসলাম রোহান। তিনি বলেন, প্রতিদিনের মতো আজকেও বোনকে স্কুল থেকে আনতে যাই। গিয়ে দেখি স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। পরে ক্লাসরুমে গিয়ে খুঁজে দেখি বোনকে পাচ্ছি না। পরে ভেতর থেকে তাকে খুঁজে বের করে দেখি বোনের শরীর পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে উত্তরার লুবনা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে পরে ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

আরেক অভিভাবক মোবাইল ফোনে কান্না করতে করতে বলেন, মিস আমার বাচ্চা কই। আমার ছেলের প্রি-টেস্ট পরীক্ষা চলছে। ওর কাছে ফোন নেই, এতটা সময় হয়ে গেল কিন্তু ও কোনো খবরও দেয়নি। আমি কোনো রকমে এসেছি। ওর ক্লাস টিচারকে ফোন করেছি তিনি কিছু জানেন না। ওর মিসরাও কোনো খবর দিতে পারেননি।

আরেক শিক্ষার্থীর মা বিলাপ করে মেয়েকে খুঁজছেন আর বলছেন, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে ফিরিয়ে দিন।

পারুল নামে এক অভিভাবক জানান, আমার মেয়ে নুসরাত আক্তার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মেয়ের ক্লাস শুরু হয় সকাল ৮টায়, শেষ হয় দুপুর ১টায়। এরপর কোচিং চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আমাদের বাসাও দিয়াবাড়ীতে। স্কুলের পাশের মেট্রোরেল ডিপোতে আমি সন্তানের জন্য অপেক্ষা করছিলাম।

ঘটনাস্থলে থাকা এক অভিভাবক বলেন, আমি ছেলেকে খুঁজে পাচ্ছি না। তার সন্তানের বয়স, কোন শ্রেণিতে পড়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাবেন না ভাই, অনেক খুঁজছি। আপনারা পাবেন না।

সারা শরীর পুড়ে যাওয়া ১১ বছর বয়সী আরিয়ানের যখন জরুরি বিভাগের ভেতরে চিকিৎসা চলছিল, বাইরে বসে তার মা মনিকা আক্তার আঁখি কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ, আমার সন্তানরে আমার কাছে ফিরাইয়া দেও।

তিনি আরও বলেন, সকাল পৌনে ৮টায় স্কুলে গেছে। দেড়টায় ছুটি হওয়ার কথা ছিল, এরপর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কোচিং। সকালে ছেলেকে খাবার দিয়া দিয়েছি, এর মধ্যে এ ঘটনা ঘটল।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

সাভার-আশুলিয়ার ৩ ছাত্র হত্যা মামলা : হাসিনাসহ ২০৮ জনের বিরুদ্ধে চার্জশীট

সম্প্রীতির নজির গড়লেন জামায়াতের সেলিম ও গণঅধিকারের জাহিদ

যে কারণে ফেসবুক বন্ধ করল নেপাল

আফগানিস্তানে আবারো ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২০০

আর্জেন্টিনার জার্সিতে মেসির ১০টি স্মরণীয় মুহূর্ত

সাংবাদিকদের উপর হামলা / ভাঙ্গাকে বিভক্ত হতে দেব না : কৃষকদল নেতা বাবুলের হুঁশিয়ারি

বৃদ্ধা সখিনার বয়স্ক ভাতার টাকা খাচ্ছেন অন্যরা

দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নুরের সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়ার তথ্য জানালেন রাশেদ

১০

নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে : প্রিন্স

১১

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ডি পল–ডি মারিয়ার আবেগঘন প্রতিক্রিয়া

১২

দেশের দুর্নীতি কোন পর্যায়ে, জানালেন টিআই চেয়ারম্যান

১৩

বাকৃবিতে ‘নাটকীয়’ পরিস্থিতি, ক্যাম্পাস সচল নিয়ে অনিশ্চয়তা

১৪

অনুপস্থিত চিকিৎসকের হাজিরা স্বাক্ষর করে ‘ভূত’

১৫

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আব্দুল হালিম

১৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

১৭

আশুলিয়ায় হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত

১৮

একটি অপশক্তি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় : হাবিব

১৯

৪০০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা

২০
X