সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে : আলী রীয়াজ

অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

বহুল প্রতীক্ষিত জুলাই সনদের প্রাথমিক খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠকের শুরুতে বক্তব্য প্রদানকালে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, কমিশন ইতোমধ্যে জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে, যা পর্যালোচনার জন্য আগামীকালের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো খসড়া নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মতামত জানালে, তা প্রয়োজন অনুযায়ী খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি কোনো মৌলিক আপত্তি না আসে, তবে খসড়াটি নিয়ে আর আলাদা করে বৈঠকে আলোচনা করার প্রয়োজন হবে না।

ড. আলী রীয়াজ বলেন, সকল রাজনৈতিক দলের মতামত পাওয়ার পর তা খসড়ায় সন্নিবেশিত করে চূড়ান্ত জুলাই সনদ প্রস্তুত করা হবে। ওই সনদে পটভূমি, প্রাথমিক বক্তব্য, অঙ্গীকার ও প্রক্রিয়াগত বিষয়গুলো যুক্ত করে তা দলগুলোর সামনে উপস্থাপন করা হবে। আমাদের এই আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করতেই হবে। আলোচনার এ পর্যায় সম্পন্ন করে আমরা প্রক্রিয়ার পরবর্তী ধাপে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, এখন পর্যন্ত ১০টি বিষয়ে একটি প্রাথমিক ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে, যদিও কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। এ ছাড়া সাতটি বিষয়ে আংশিক আলোচনা হয়েছে, তবে তা এখনো অসমাপ্ত রয়েছে এবং তিনটি বিষয়ে এখনো কোনো আলোচনা শুরু হয়নি বলেও জানান তিনি।

আজকের আলোচ্যসূচিতে পূর্বে আলোচিত দুটি অসমাপ্ত বিষয়ের পাশাপাশি একটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, জাতীয় সনদে সই করার লক্ষ্যে আমরা আজকের আলোচনা অত্যন্ত স্পষ্ট ও সুচিন্তিতভাবে পরিচালনা করতে চাই, যাতে পুরো প্রক্রিয়া একটি সন্তোষজনক সমাপ্তির দিকে এগিয়ে যেতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

এ আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

টাঙ্গুয়ার হাওর / ‘হাওরের সুলতান-৪’ হাউসবোটের বিরুদ্ধে পর্যটকের মামলা

বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, ভ্যানচালককে গণধোলাই

রাকসু নির্বাচন ঘিরে সরগরম রাবি : আস্থার সংকটে প্রশাসন

স্টেশনের সব ফ্যান খুলে নিল রেলওয়ের বিদ্যুৎ বিভাগ

মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৩ বাড়িতে ভাঙচুর

মেঘনা পেট্রোলিয়ামের নয়া এমডি শাহিরুল হাসান

নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে সাধুবাদ জাগপার

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

১০

ভারত চীন সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

ছেলের হাতে বাবা খুন

১২

ফ্যাসিবাদের শাসন ব্যবস্থাকেও বিদায় করা হবে : জোনায়েদ সাকি

১৩

রাবিতে জাল স্বাক্ষরে ভর্তিচেষ্টায় শিক্ষার্থী আটক

১৪

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

১৫

বাংলাভাষী ভারতীয়দের সীমান্তে পুশইন নিয়ে মুখ খুললেন ওয়াইসি

১৬

মির্জা ফখরুলের সঙ্গে নেজামে পার্টির বৈঠক

১৭

সোনার কলসির লোভে পড়ে গৃহবধূর ‘সর্বনাশ’

১৮

২৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আইকনিক মসজিদ, অনুদান দেবে সৌদি

১৯

খায়রুল হকের শুনানিতে বিচারিক কাজে অসহযোগিতা, ডিসিকে শোকজ

২০
X