অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের জন্য ওয়্যারলেস চার্জ প্রযুক্তির নতুন সংস্করণ কিউ-টু চালুর ঘোষণা দিয়েছে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (ডব্লিউপিসি)। এতে ২৫ ওয়াটের ওয়্যারলেস চার্জ প্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় দ্রুত ফোন চার্জ করা যাবে।
ধারণা করা হচ্ছে, বাজারে আসার অপেক্ষায় থাকা গুগলের পিক্সেল ১০ সিরিজের স্মার্টফোনে প্রথমবারের মতো এ প্রযুক্তি যুক্ত করা হতে পারে।
ইতোমধ্যে ওয়ানপ্লাস, শাওমি ও অপোসহ বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নিজেদের তৈরি বেশ কিছু মডেলে ৫০ থেকে ৮০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ প্রযুক্তি যুক্ত করেছে। তবে এসব প্রযুক্তি মূলত প্রতিষ্ঠানভিত্তিক ও নির্দিষ্ট ফোনেই সীমাবদ্ধ।
অন্যদিকে অ্যাপল, গুগল ও স্যামসাং দীর্ঘদিন ধরেই ডব্লিউপিসি অনুমোদিত স্ট্যান্ডার্ড মেনে থাকে। ফলে তাদের ফোনে ওয়্যারলেস চার্জের গতি ১৫ ওয়াটেই সীমাবদ্ধ ছিল। এতে ওয়্যারলেস চার্জ প্রযুক্তির ব্যবহার যেমন কমেছে, তেমনই আগ্রহ হারিয়েছেন ব্যবহারকারীরাও।
তবে বিশ্লেষকরা মনে করছেন, নতুন কিউ-টু প্রযুক্তির মাধ্যমে আবারও ওয়্যারলেস চার্জ প্রযুক্তি জনপ্রিয় হয়ে উঠতে পারে।
বর্তমানে বাজারের অনেক ফোনেই ১০০ থেকে ১২০ ওয়াট পর্যন্ত তারযুক্ত চার্জ সুবিধা রয়েছে। এর ফলে মাত্র ২০ থেকে ৩০ মিনিটেই পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়। সেই তুলনায় ওয়্যারলেস চার্জ প্রযুক্তি অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে কিউ-টু শুধু গতি নয়, ফোন চার্জ করার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ, ব্যাটারির স্থায়িত্ব রক্ষা এবং নিরাপত্তাও নিশ্চিত করবে।
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, বর্তমানে সিলিকন কার্বন ব্যাটারির মতো নতুন প্রযুক্তি চার্জ ধরে রাখার ক্ষমতা ও দীর্ঘস্থায়িত্ব বাড়িয়েছে। এর সঙ্গে সমন্বয় করে কিউ-টু যদি প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ও নিরাপদে চার্জ করতে পারে, তাহলে ওয়্যারলেস চার্জ প্রযুক্তি স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে নতুন করে গ্রহণযোগ্য হয়ে উঠবে।
সূত্র: নিউজ১৮
মন্তব্য করুন