কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু

উত্তরায় বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
উত্তরায় বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দ্বগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে সে মারা যায়।

মারা যাওয়া শিশুটির নাম সাহীল ফারাবী আয়ান (১৪)। সে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, শিশুটির শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মারা যাওয়া ওই শিশুর বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। সে পরিবারের সঙ্গে মিরপুরে থাকত।

এদিকে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ পরীক্ষার পর মোট মৃত্যুর সংখ্যা কমেছে। দুর্ঘটনার পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া ১৫টি ‘বডিব্যাগ’ নেওয়া হয়েছিল। তবে সেখানে চূড়ান্তভাবে ১৪ জনের মরদেহ শনাক্ত হয়েছে। ফলে মৃতের তালিকা থেকে একজনের তথ্য বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার বার্ন ইনস্টিটিউটে দুজনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ৩৫ জন উল্লেখ করা হয়েছে। তবে রোববার সকালে হালনাগাদ তথ্যে ৩৪ জন বলে জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানিয়েছিল, ডিএনএ ল্যাবের সদস্যরা সিএমএইচে রাখা অশনাক্ত মৃতদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন। সেসব নমুনা থেকে মোট পাঁচজনের ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। তারা হলেন, ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর হালনাগাদ তথ্যের সঙ্গে সিএমএইচ থেকে পাওয়া শুক্রবারের একটি চিঠিও সরবরাহ করেছে। এতে বলা হয়েছে, গত ২১ জুলাই সিএমএইচ কর্তৃক মোট ১৫টি ‘বডিব্যাগ’ গৃহীত হয়, যার মধ্যে তুরাগ থানা পুলিশ প্রাথমিকভাবে ১১টি মৃতদেহ, ২টি অপূর্ণাঙ্গ মৃতদেহ এবং ৫টি দেহের অংশবিশেষ সুরতহাল করেন।

এর মধ্যে ঘটনার দিনই আটটি এবং পরের দিন আরকেটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সিএমএইচ জানিয়েছে, সুরতহালকৃত অবশিষ্ট ২টি মৃতদেহ, ২টি অপূর্ণাঙ্গ মৃতদেহ এবং ৫টি দেহের অংশবিশেষ থেকে ২২ জুলাই সিআইডি ফরেনসিক টিম ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন এবং পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে সিআইডি ফরেনসিক টিম মোট ৫ জনের মৃতদেহ শনাক্ত করে। সিআইডির কাছ থেকে ডিএনএ পরীক্ষার ফল পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই তুরাগ থানা পুলিশ পাঁচ পরিবারের কাছে লাশ ও দেহাবশেষ হস্তান্তর করে।

দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তথ্য প্রদানের ফোকাল পারসন ডা. সরকার ফারহানা কবীর বলেন, ডিএনএ টেস্ট রিপোর্টের ওপর ভিত্তি করে তথ্য আপডেট করেছে সিএমএইচ। তাদের পাঠানো রিপোর্ট অনুযায়ী আমারও তথ্য আপডেট করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির হাতে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন 

সমন্বয়কদের চাঁদাবাজির খবর দেখে বেদনায় নীল হয়ে গিয়েছি : মির্জা ফখরুল  

২ লাখ কোটি টাকার চিপ সরবরাহ চুক্তি সই স্যামসাং-টেসলার

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা

অবশেষে কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার

তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি : আমিনুল হক

মারধরের অভিযোগ নিয়ে ফেসবুকে মুখ খুললেন তাসকিন

রাতে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশের আরও ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সংঘবদ্ধ শিশু ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১০

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ আসছে…

১১

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪

১২

রাত হলেই বন্ধ হয়ে যায় গেট, বাসিন্দাদের মিশ্র প্রতিক্রিয়া

১৩

রাজধানী থেকে বিমানঘাঁটি না সরানোর কারণ জানাল বিমানবাহিনী

১৪

মারধরের অভিযোগকে ভিত্তিহীন বললেন তাসকিন

১৫

সবাই যদি রাজনীতিবিদ হয়, তবে দেশটা চলবে কীভাবে?

১৬

মেঘনা নদীতে গোলাগুলিতে ‘শ্যুটার মান্নান’ নিহত

১৭

জুলাই শো নিয়ে সেজানের হুঁশিয়ারি

১৮

সাবেক এমপি শাম্মী কেন গ্রেপ্তার হচ্ছে না, প্রশ্ন এনসিপি নেতার 

১৯

নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে রদবদল আসবে : উপ-প্রেস সচিব

২০
X