অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য ‘রতন সরকার স্মৃতি পদক–২০২৪’ পেয়েছেন তরুণ সাংবাদিক তারিক লিটু।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
তারিক লিটু বর্তমানে ইংরেজি দৈনিক লিবার্টি নিউজের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সমকাল, জাগো নিউজ, যায়যায়দিনসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন তিনি। তার প্রতিবেদনের মূল বিষয় ছিল দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম, পরিবেশ ও বন ধ্বংস, ভূমি দখল এবং উপকূলীয় সংকট।
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তারিক লিটু বলেন, এই সম্মান শুধু আমার নয়, এটা দেশের প্রতিটি মফস্বল সাংবাদিকের যারা প্রতিদিন বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা করে পেশাগত দায়িত্ব পালন করেন।
খুলনা অঞ্চলে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও শিক্ষা সহায়তা বিষয়েও কাজ করে থাকেন তিনি।
মন্তব্য করুন