দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সিউলে অবস্থিত প্রেসিডেন্সিয়াল অফিসে পরিচয়পত্র পেশ করেন তিনি।
পরিচয়পত্র পেশের পর বাংলাদেশের রাষ্ট্রদূত কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন, যা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আন্তরিকভাবে গ্রহণ করেন।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশের পক্ষ থেকে কোরিয়ার রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষিত লক্ষ্যকে সাধুবাদ জানান।
প্রেসিডেন্ট লি জে মিয়ং রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশ সফরের জন্য প্রেসিডেন্টকে একটি পারস্পরিক সুবিধাজনক সময়ে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল ও তার সহধর্মিণী কাজী সায়মা হক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন