বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা, মাধ্ব গৌড়ীয় মঠের সভাপতি ও প্রধান ট্রাস্টি গিরীধারী লাল মোদী পরলোকগমন করেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিঙ্গাপুরে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ওঁ দিব্যান লোকান্ স গচ্ছতু।
গিরীধারী লাল মোদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।
বৃহস্পতিবার রাতে এক যৌথ শোকবার্তায় তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন