বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি এবং ধামইরহাট উপজেলা শাখার সভাপতি বাবু বৈদ্যনাথ কর্মকার পরলোক গমণ করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ধামইরহাট মহাশ্মশান ঘাটে মৃতদেহের অন্তষ্টীক্রীয়া সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-দপ্তর সম্পাদক দেবাশীষ চৌধুরী।
এর আগে বৈদ্যনাথ কর্মকার বার্ধক্য জনিত কারণে এদিন বেলা সাড়ে ১২টায় ইহলোক এর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন (ওঁ দিব্যান্ লোকান্ স্বাঃ গচ্ছুতঃ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বৈদ্যনাথ কর্মকার দীর্ঘ দিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখা গভীর শোক প্রকাশ করেন এবং একইসাথে মৃতের আত্মার চিরশান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার বলেন, পূজা উদযাপন পরিষদ যখন গঠিত হয় তখন থেকেই বাবু বৈদ্যনাথ কর্মকার জড়িত ছিলেন। তিনি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য। অসুস্থ হওয়ার পর তিনি বাড়িতেই ছিলেন। আজ তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মন্তব্য করুন