কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে শহিদ মিনারে ৪৮ ঘণ্টার গণঅনশন ও গণঅবস্থান

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে আগামীকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে ৪৮ ঘণ্টার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এতে বিভিন্ন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় নেতারা জানান, ২০১৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু স্বার্থবান্ধব বেশ কিছু অঙ্গীকার করে। এর মধ্যে ছিল- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক জাতীয় কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

কিন্তু আরেকটি জাতীয় সংসদ নির্বাচন সমাগত হলেও এখন পর্যন্ত বিগত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয়নি। এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। এরমধ্যে গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দেশব্যাপী সকাল-সন্ধ্যা গণঅনশন, সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোডমার্চ করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ এবং দেশব্যাপী মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। সেপ্টেম্বর মাসজুড়ে বিভাগভিত্তিক জেলা ও মহানগর পর্যায়ে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি চলমান। আন্দোলনের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনাও চালিয়ে যায় ঐক্য পরিষদ।

এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারের সঙ্গে বৈঠক হয়েছে।

আন্দোলনের এ পর্যায়ে রাজধানী ঢাকায় ২২ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘণ্টার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচিতে ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এ ছাড়াও সংগঠনের ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ছাত্র ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদের নেতারা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ঐক্যমোর্চার অন্তর্ভুক্ত সংগঠনগুলোর নেতারা বক্তব্য রাখবেন।

কর্মসূচি চলাকালে শুক্রবার সকাল সাড়ে ১১টা ও ২৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় শহিদ মিনারে প্রেস ব্রিফিং করবেন ঐক্য পরিষদের নেতারা।

শুক্রবার চট্টগ্রাম বিভাগের ১২ জেলা ও মহানগরে এবং বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। অপরদিকে একই দাবিতে আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকা বিভাগের ১৩ জেলা ও ২ মহানগরে কর্মসূচি পালন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন / প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র

পাগলা মসজিদের দানবাক্সে গ্রাম পুলিশের চিঠি

মুনিয়া হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ

হেলমেট পরার কথা স্বীকার করে যা বললেন জাপার মহাসচিব

রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদি কারাগারে

‘বৃহত্তর সুন্নী জোটের’ আত্মপ্রকাশ

২৪ ঘণ্টা ধরে পড়ে আছে আব্দুর রহমানের লাশ

বদলে গেল এশিয়া কাপের সময়সূচি, বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন

নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ নিয়ে যা বললেন স্কালোনি

১০

বিদেশি গোয়েন্দা সংস্থার ৮ গুপ্তচর শনাক্ত, বড় ক্ষতি থেকে বাঁচল ইরান

১১

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যা, পাঁচ যুবক গ্রেপ্তার

১২

প্রথমবার ভারত আসছে লিংকিন পার্ক 

১৩

৩ দলের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

১৪

বিজয়নগরে রাস্তায় শুয়ে বিক্ষোভ, যানচলাচল বন্ধ 

১৫

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা অটোচালকের, অতঃপর...

১৬

আ.লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধের দাবি

১৭

ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

১৮

জোতার ২১ নম্বর জার্সি পেলেন বন্ধু নেভেস

১৯

আকর্ষণীয় বেতনে ইবনে সিনায় চাকরি, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X