সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ অক্টোবর) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে দল হারাল একজন নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ কর্মীকে।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় মাহমুদুর রহমান বেলায়েতের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে পরিবারের সদস্যরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন