কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৫:০৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

চোখের সমস্যা নিয়ে গাড়ি চালাচ্ছেন ২৪ ভাগ চালক

ঢাকা শহরের যানবাহন। ছবি : সংগৃহীত
ঢাকা শহরের যানবাহন। ছবি : সংগৃহীত

গাড়ি চালানোর সময় চালকের যদি স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে সড়ক দুর্ঘটনার আশঙ্কা থাকে উল্লেখ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

আজ বুধবার (১১ অক্টোবর) রাজধানীর নিকুঞ্জ এলাকায় বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা আহছানিয়া মিশনের যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে বিনামূল্যে মোটরযান চালকদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরী বলেন, গত বছর ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত একই কার্যক্রমে প্রায় ৬০০ চালকের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে ৩৬ ভাগের চালকের উচ্চ রক্তচাপ সমস্যা, ১৭ ভাগের চালকদের দৃষ্টিজনিত সমস্যা এবং প্রায় ৭ ভাগের চোখের ছানির সমস্যা পাওয়া যায়। সব মিলিয়ে চোখের সমস্যায় ভুগছেন ২৪ ভাগ চালক। যানবাহন পরিচালনা করার সময় চালকদের যদি স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে সড়কে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই চালকদের উচিৎ স্বাস্থ্য সচেতন হয়ে মোটরযান চালানো।

অনুষ্ঠানের সভাপতি বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, আমাদের দেশের চালকরা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে চোখের সমস্যা নিয়ে তারা গাড়ি চালিয়ে থাকে। এবং এটি সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ।

অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি অধ্যাপক ড. কাজী শরীফুল আলম বিনামূল্যে স্বাস্থ্য ও পরীক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য চালকদের প্রতি অনুরোধ জানান এবং সকল চালককে তাদের নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্পের সমন্বয়কারী শারমিন রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের প্রেসিডেন্ট লায়ন মুস্তোফা ইমরুল কায়েস (এমজেএফ), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, রোটারি ক্লাব অব আবাহনীকুঞ্জ ঢাকার রোটা পিপি শেখ জাহাঙ্গীর আলম (পিএইচএফ), বিআরটিএ’র পরিচালক মো. সিরাজুল ইসলাম, বিভাগীয় পরিচালক মো. শহিদুল্লাহ, পরিচালক মো. লোকমান হোসেন মোল্লা এবং সহকারী পরিচালক মোবারক হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামুনকে দুই টুকরা করে ভরা হয় বস্তাতে, মিলল পাষণ্ডের বর্বরতার রোমহর্ষক তথ্য

সালিশ বৈঠক শুরুর আগে ছুরিকাঘাতে যুবক খুন

১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা

খাগড়াছড়ি থানায় এনসিপি নেতা-নেত্রীর পাল্টাপাল্টি জিডি 

ঘুষ কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন নেপালের মন্ত্রী

ছাত্রলীগের দুই কর্মী এখন দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

কেন ভেঙেছিল মান্নার প্রথম প্রেম?

গাড়ি থামিয়ে ঘুষের অভিযোগ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু

১০

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি বাড়িয়েছে সরকার

১১

কবে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১২

বিশাল নিয়োগ দিচ্ছে ওয়ালটন, আবেদন চলবে ২৫ জুলাই পর্যন্ত

১৩

কাতার থেকে কেনা হচ্ছে এক কার্গো এলএনজি

১৪

সোহাগ হত্যার আসামি নান্নু যেভাবে ধরা পড়লেন

১৫

দিনাজপুরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা

১৬

প্রেম গুঞ্জনে হাওয়া দিলেন কৃতি স্যানন

১৭

এনবিআরের আন্দোলনের জেরে আরও ৮ কর কর্মকর্তা বরখাস্ত 

১৮

পিক্সেল-এ এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন

১৯

নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই বাজিমাত, জালে আটকা ৬১ মণ ইলিশ

২০
X