ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি গতি বাড়িয়ে বাংলাদেশের উপকূলের ৩৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। এর প্রভাব পড়বে ঢাকাসহ আরও ১২টি অঞ্চলে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় মঙ্গলবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব/উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়।
এসব এলাকার বন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
মন্তব্য করুন