রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতল ভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন- হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।
হাফিজ আল ফারুক বলেন, আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কার নির্দেশে বা কিভাবে তারা এসব জিনিসপত্র পেল সে বিষয়ে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন