কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

এক ট্রেনেই টিকিটবিহীন যাত্রী ২০০!

এক ট্রেনেই শনাক্ত হয়েছে ২০০ জন টিকিট ছাড়া যাত্রী। ছবি : সংগৃহীত
এক ট্রেনেই শনাক্ত হয়েছে ২০০ জন টিকিট ছাড়া যাত্রী। ছবি : সংগৃহীত

শত চেষ্টার পর ট্রেনে টিকিটবিহীন যাত্রী কমানো যাচ্ছে না। এক ট্রেনেই শনাক্ত হয়েছে ২০০ জন টিকিট ছাড়া যাত্রী। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে। ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। তাদের থেকে জরিমানা আদায় হয়েছে ৬০ হাজার টাকার বেশি।

সোমবার (১১ ডিসেম্বর) মধ্য রাতে ট্রেনটিতে থাকা রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ‘জেনারেল ম্যানেজার ওয়েস্ট-বাংলাদেশ রেলওয়ে’ ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

ঘটনার বিবরণে বলা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে প্রচণ্ড ভিড় দেখা যায়। অনেক যাত্রী ভুল করে এসি কোচে উঠে পড়ায় তাদের নন এসি কোচে পাঠিয়ে দেওয়া হলো। বিনাটিকিটের যাত্রীদের দৌরাত্ম্য কমেনি, তাদের প্রথম পছন্দ এসি চেয়ার। আসনবিহীন টিকিট কেটে এসিতে অবস্থান করার স্বপক্ষে তাদের যুক্তির যেন শেষ নেই। আমার ভাই যুগ্ম সচিব, আমি রেলেওয়ের জিএম-এর আত্মীয়, আমার ভাই ট্রেন চালায়। কেউ কেউ টেলিফোন এগিয়ে দেন, বিশ্বাস না হলে একটু কথা বলেন। চক্ষু বুজে সসম্মানে তাদের বের করে দেওয়া হলো। তবে চেকিংকালে নন এসিতে ভিড়ের মধ্যে অন্যরা ঢুকবে কি না দ্বিধান্বিত ছিলেন, কিন্তু জিএম ভিড়ের মধ্যে ঢুকে পরায় সবাই আমাকে অনুসরণ করতে বাধ্য হলো।

নাম করা এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রকে টিকেটবিহীন আবিষ্কার করার কথা জানিয়ে স্ট্যাটাসে বলা হয়, তাদের প্রতি সেমিস্টারে টিউশন ফি বাবদ ৩০ হাজার টাকা দিতে হয়, নিঃসন্দেহে স্বচ্ছল; কিন্তু টিকেটের পয়সা নেই। ১৮০০ টাকা ভাড়ার জায়গায় ৭০০ টাকা দিয়ে দর কষাকষি শুরু। পরে ১৫০০ টাকায় রফা। ২০ মিনিট লস্ট। আরও দুই জন যাত্রী পেলাম খুবই ভদ্র, কিন্তু ভাড়ার টাকা নাই। দুই হাজার ৫০০ টাকা দিয়ে জ্যাকেট কেনা ও পরবর্তীতে হোটেলে খেতে গিয়ে টাকা শেষ। যাবেন বড়াল ব্রিজ। এদের ভাবখানা, এরা রেলের বড় কুটুম, টিকেট লাগবে না।

দুজন যাত্রী রাজনৈতিক পরিচয়ে পার পাওয়ার চেষ্টা করছিলেন, বারবার বলছিলেন টাকা কোনো বিষয় না, কিন্তু পকেট থেকে ভাড়া বের করছিলেন না। … একপর্যায়ে উচ্চস্বরে ধমক দিতেই তিন পকেট থেকে মোট ৫০০ টাকা বের করলেন, কিন্তু দরকার ৮০০ টাকা। বিকাশে টাকা আনতে বললাম। এইবার মনে হলো ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেল। এরা সব সময় ভাবে চলে। নানা পরিচয়ে টিটিইদের ওপর চাপ সৃষ্টি করে। আজকের টিকিটবিহীন যাত্রী শনাক্ত হলো ২০০ জন। এদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ আদায় করা হলো ৬০,৫৩০ টাকা। আমার সঙ্গে সার্বক্ষণিকভাবে সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী (পাকশী) উপস্থিত ছিলেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১০

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১১

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৩

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৪

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৫

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৬

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৭

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৮

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৯

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

২০
X