কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ
দ্বিপাক্ষিক বিমান চলাচল

১২ দেশের সঙ্গে চুক্তি সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ

সৌদি আরবের রাজধানী রিয়াদে এয়ার সার্ভিস নেগোসিয়েশন ইভেন্ট-২০২৩ (আইক্যান) অনুষ্ঠিত হয়েছে। ছবি : সৌজন্য
সৌদি আরবের রাজধানী রিয়াদে এয়ার সার্ভিস নেগোসিয়েশন ইভেন্ট-২০২৩ (আইক্যান) অনুষ্ঠিত হয়েছে। ছবি : সৌজন্য

বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে নতুন দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে দুই দেশের মনোনীত বিমান সংস্থা দেশগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) ‘এয়ার সার্ভিস নেগোসিয়েশন ইভেন্ট (আইক্যান-২০২৩)’ অনুষ্ঠানে ওই চুক্তি সই হয়।

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আইক্যান-২০২৩ অনুষ্ঠিত হয়।

ইথিওপিয়ার সঙ্গে ওই নতুন চুক্তি স্বাক্ষর ছাড়াও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তিসমূহের আওতায় বিমান চলাচল সংক্রান্ত বিদ্যমান সুযোগ-সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠানে আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা হয়।

বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) কর্মকর্তারা বলছেন, আইকাও এয়ার সার্ভিস নেগোসিয়েশন ইভেন্ট নেগোসিয়েশন সংক্রান্ত সবচেয়ে বড় ইভেন্ট। এবার রিয়াদে অনুষ্ঠিত এই ইভেন্ট ৩ ডিসেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর শেষ হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত, কাতার ও বাহরাইনের মধ্যে অ্যাগ্রিড মিনিটস, জর্ডান, আলজেরিয়া, ওমান, থাইল্যান্ড, কানাডা, উজবেকিস্তানের সঙ্গে রেকর্ড অব ডিসকাশন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি আধুনিকায়নের উদ্দেশে নেদারল্যান্ডস, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষরিত হয়েছে।

বেবিচকের এক কর্মকর্তা জানান, দেশগুলোর মধ্যে বেশ কয়েকটিতে ফ্লাইট চলাচল করলেও এসব চুক্তি হালনাগাদ ও সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ। অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বেবিচকের উপপরিচালক (পার্সোনেল) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহলে কামরুজ্জামান জানান, এ বছর আইকাও-এর ৯৭টি সদস্য দেশের এরোনটিক্যাল অথরিটির প্রতিনিধিরা আইক্যান-২০২৩ এ অংশ নেন। এই ইভেন্টে মূলত আইকাও-এর সদস্য দেশগুলোর নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর, অনুস্বাক্ষর, দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির সস্প্রসারণ এবং বিমান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা-পর্যালোচনা হয়ে থাকে। আলোচিত বিষয়ের ওপর রেকর্ড অব ডিসকাশন, অ্যাগ্রিড মিনিটস এবং মেমোরেন্ডাম অব আন্ডার্স্ট্যান্ডিং স্বাক্ষর হয়ে থাকে।

তিনি বলেন, আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য দেশীয় এয়ারলাইন্সের সঙ্গে বিদেশি এয়ারলাইন্সের কোড শেয়ারসহ বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নেই নয়ন

গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপি থেকে যারা মনোনয়ন পেলেন

চট্টগ্রাম বিভাগের ৪৫ আসনে বিএনপির প্রার্থী যারা

যে আসন থেকে লড়বেন সালাহউদ্দিন আহমদ

যে আসন থেকে বিএনপির প্রার্থী হলেন ফজলুর রহমান

২ শতাধিক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা, দেখে নিন পুরো তালিকা

ঢাকার আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

প্রার্থী তালিকায় লুৎফুজ্জামান বাবর

জকসু নির্বাচন ঘিরে ছাত্রদলের ১২ দাবি

যৌথ সংবাদ সম্মেলন / ইসকনসহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান

১০

যে আসন থেকে লড়বেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

১১

বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায় : ড্যানী

১২

২ শতাধিক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা, কোন আসনে কে?

১৩

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের টেকসই বিকল্প বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

দেশের অর্ধেক মেয়েরই পছন্দ জায়েদ খান : নুসরাত ফারিয়া

১৫

শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

শীত এলেও ঠোঁট ফাটবে না, আজ থেকেই শুরু করুন এই ৪ কাজ

১৭

৩ আসনে খালেদা জিয়ার নাম ঘোষণা

১৮

ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ

১৯

তারেক রহমানের নির্বাচনী আসন ঘোষণা করল বিএনপি

২০
X