কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ
দ্বিপাক্ষিক বিমান চলাচল

১২ দেশের সঙ্গে চুক্তি সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ

সৌদি আরবের রাজধানী রিয়াদে এয়ার সার্ভিস নেগোসিয়েশন ইভেন্ট-২০২৩ (আইক্যান) অনুষ্ঠিত হয়েছে। ছবি : সৌজন্য
সৌদি আরবের রাজধানী রিয়াদে এয়ার সার্ভিস নেগোসিয়েশন ইভেন্ট-২০২৩ (আইক্যান) অনুষ্ঠিত হয়েছে। ছবি : সৌজন্য

বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে নতুন দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে দুই দেশের মনোনীত বিমান সংস্থা দেশগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) ‘এয়ার সার্ভিস নেগোসিয়েশন ইভেন্ট (আইক্যান-২০২৩)’ অনুষ্ঠানে ওই চুক্তি সই হয়।

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আইক্যান-২০২৩ অনুষ্ঠিত হয়।

ইথিওপিয়ার সঙ্গে ওই নতুন চুক্তি স্বাক্ষর ছাড়াও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তিসমূহের আওতায় বিমান চলাচল সংক্রান্ত বিদ্যমান সুযোগ-সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠানে আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা হয়।

বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) কর্মকর্তারা বলছেন, আইকাও এয়ার সার্ভিস নেগোসিয়েশন ইভেন্ট নেগোসিয়েশন সংক্রান্ত সবচেয়ে বড় ইভেন্ট। এবার রিয়াদে অনুষ্ঠিত এই ইভেন্ট ৩ ডিসেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর শেষ হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত, কাতার ও বাহরাইনের মধ্যে অ্যাগ্রিড মিনিটস, জর্ডান, আলজেরিয়া, ওমান, থাইল্যান্ড, কানাডা, উজবেকিস্তানের সঙ্গে রেকর্ড অব ডিসকাশন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি আধুনিকায়নের উদ্দেশে নেদারল্যান্ডস, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষরিত হয়েছে।

বেবিচকের এক কর্মকর্তা জানান, দেশগুলোর মধ্যে বেশ কয়েকটিতে ফ্লাইট চলাচল করলেও এসব চুক্তি হালনাগাদ ও সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ। অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বেবিচকের উপপরিচালক (পার্সোনেল) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহলে কামরুজ্জামান জানান, এ বছর আইকাও-এর ৯৭টি সদস্য দেশের এরোনটিক্যাল অথরিটির প্রতিনিধিরা আইক্যান-২০২৩ এ অংশ নেন। এই ইভেন্টে মূলত আইকাও-এর সদস্য দেশগুলোর নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর, অনুস্বাক্ষর, দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির সস্প্রসারণ এবং বিমান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা-পর্যালোচনা হয়ে থাকে। আলোচিত বিষয়ের ওপর রেকর্ড অব ডিসকাশন, অ্যাগ্রিড মিনিটস এবং মেমোরেন্ডাম অব আন্ডার্স্ট্যান্ডিং স্বাক্ষর হয়ে থাকে।

তিনি বলেন, আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য দেশীয় এয়ারলাইন্সের সঙ্গে বিদেশি এয়ারলাইন্সের কোড শেয়ারসহ বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় পিতৃহীন সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা

গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ

শুল্ক আলোচনায় অগ্রগতি / মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

জবির ভূমিদাতা কিশোরী লালের শততম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট

মাংসপেশিতে চোট জাকেরের

১০

জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ৩ দাবিতে বিক্ষোভ

১১

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ / দেশে ৩৩০ দিনে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা আড়াই হাজার

১২

বগুড়ায় আ.লীগ নেতার কারাদণ্ড

১৩

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

১৪

রংপুর ইপিজেড বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

১৫

গায়েবি মামলার আতঙ্কে ২০ গ্রামের মানুষ

১৬

পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক : মামুনুল হক

১৭

সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল ফায়ার সার্ভিসের গাভি

১৮

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

১৯

মহড়া চলাকালে মালয়েশিয়ায় পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

২০
X