হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) মোছা. জিলুফা সুলতানাকে এ পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর বর্তমান ডিসি দেবী চন্দকে নির্বাচনের কমিশনের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। তাকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর ভোটের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ব্যাপক হারে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বেশ কয়েকজন ডিসিকে এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই ইসি প্রত্যাহারের নির্দেশ দেয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লেখা নির্বাচন কমিশনের এক চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানিয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসককে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
মন্তব্য করুন