কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা, চট্টগ্রামসহ ৪০ জেলায় বৃষ্টির পূর্বাভাস

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকা আজ সোমবার (২২ জানুয়ারি) কুয়াশায় ঢাকা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসে তীব্র কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা এ মৌসুমে সর্বোচ্চ। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতির মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।

সোমবার (২২ জানুয়ারি) সকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। বিভিন্ন জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে কক্সবাজারের টেকনাফে শীতের অনুভূতি কম। এখানে আজ সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে তীব্র শীতের কারণে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় সর্বশেষ নওগাঁ, নাটোর, পাবনা, নীলফামারী ও লালমনিরহাট জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রার শহর নওগাঁর কালবেলা প্রতিনিধি জানান, সেখানে আকাশ মেঘলা, কুয়াশা ও হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। জনজীবন জবুথবু হয়ে পড়েছে। নেমে এসেছে তীব্র শীতের ভয়। আর খেটে খাওয়া মানুষেরা পড়েছে বেকায়দায়। নওগাঁর সাধারণ মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়। এ সময় দিনেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়। শহরে লোক ও যানবাহন চলাচল অনেক কম। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। শীতার্ত ও ছিন্নমূল মানুষেরা কনকনে শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য অনেকেই বাড়ির আঙিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছেন।

নওগাঁর বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন কালবেলাকে বলেন, গত দুই সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি কিংবা তার কম থাকছে। আজ সকাল ৬টায় বদলগাছীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি বদলগাছীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে। আরও তিন-চার দিন এই অবস্থা বিরাজ করতে পারে। পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের তীব্রতা থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে এআই সেবা দেওয়ার কথা স্বীকার মাইক্রোসফটের

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ

ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

খুবিতে হত্যাচেষ্টা মামলা নিয়ে বিতর্ক, রিমান্ড নামঞ্জুর

ইউআইইউ’র টেলিকম ও আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন

রাতে দিল্লির ম্যাচে কি দেখা যাবে মোস্তাফিজকে?

সংঘাত নয়, শান্তিই পাকিস্তানের অগ্রাধিকার : আইএসপিআর

গৌরবের বদলে গ্লানির গল্প: ম্যানসিটির ভুলে যাওয়ার মতো মৌসুম

জবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

১০

বিচারককে হেনস্তা : বিএনপিপন্থি চার আইনজীবীকে শোকজ

১১

২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

১২

ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

১৩

বার্সায় যেতে বেতন কমাতেও রাজি রাশফোর্ড!

১৪

সময়মতো নির্বাচন দেওয়া না হলে মাঠে নামবোই : ফারুক

১৫

‘আমরা এদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাবো'

১৬

হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন : ডিএনসিসি

১৭

বিমানের বহুল আলোচিত ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট বন্ধ হচ্ছে

১৮

স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে : বাণিজ্য উপদেষ্টা

১৯

‘শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে’

২০
X