রেলযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা কামনা করেছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রেল ভবনে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির সঙ্গে বৈঠকে এই সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের যে সুসম্পর্ক তৈরি করেছিলেন তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রেলওয়ের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহে বিভিন্ন সেক্টরের দক্ষতা বৃদ্ধি ক্ষেত্রে এবং অপারেশন সেক্টরে সহযোগিতাসহ, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রেলের উন্নয়নের সহযোগিতা করতে পারে দেশটি।
আমিরাত থেকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়ে রেলের উন্নয়নে সহযোগিতা করার অনুরোধ জানান নতুন এই রেলমন্ত্রী।
এ সময় রেল সচিব ড. মো হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন