আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের পর এবার ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন দেশটির নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় হাইকমিশনের ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে। এ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড বাড়বে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে।
এ কারণে সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে এবং চলাচলের সময় আশপাশে নজর রাখতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ঢাকাসহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। মঙ্গলবার দুপুরে দূতাবাসের ওয়েবসাইট থেকে এ সতর্কতা জারি করা হয়।
মন্তব্য করুন