শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
কৃতিকা পাথি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৯:০৪ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের নির্বাচনে কেন ৪৪ দিন সময় লাগবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এপ্রিলে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। মোট ৯৭ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই নির্বাচনে। সংখ্যার বিচারে যা বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি। ৪৪ দিন ধরে চলা এই নির্বাচনের ফলাফল ঘোষিত হবে ০৪ জুন। এত বিশাল আয়োজন পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই।

ভারতের নির্বাচনে কেন এত সময় লাগে- এর মূল কারণ মূলত দুইটি। প্রথমত, ভারতের বিশাল আকার এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। দ্বিতীয়ত, বিস্ময়কর হলেও এই বিপুল ভোটার সংখ্যার প্রত্যেকে যাতে তাদের ভোট দিতে সক্ষম হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়।

ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম নির্বাচনে ভোট সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লেগেছিল। আবার ১৯৮০ সালে সময় লেগেছিল মাত্র চার দিন। ২০১৯ সালে লোকসভার নির্বাচন সম্পন্ন করতে সময় লেগেছিল ৩৯ দিন যা এযাতকালে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নির্বাচন ছিল।

ভারতের মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ৯৬৯ মিলিয়ন যা সমগ্র ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যার থেকেও বেশি। মোট ৫৪৩ জন বিধায়ককে বেছে নেওয়ার জন্য সাত ধাপে ভোটগ্রহণ হবে। ভারতের ২৮টি রাজ্য এবং ৮টি ফেডারেল অঞ্চলে আলাদা আলাদা পর্বে ভোট হবে। প্রতিটি পর্ব এক দিনের, প্রথম পর্বের ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল এবং সর্বশেষ পর্বের ভোটগ্রহণ অনুষ্ঠিত হযবে ০১ জুন।

কিছু কিছু রাজ্য একদিনে তাদের ভোটগ্রহণ সম্পন্ন করবে। তবে কোথাও ভোট দিতে কয়েক দিনও সময় লাগতে পারে। ২০ কোটি জনসংখ্যার উত্তর প্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য। শুধু এই একটি প্রদেশের লোকসংখ্যা মোটামুটি ব্রাজিলের মোট জনসংখ্যার আকারের সমান। ৭ দিন ধরে ভোটগ্রহণ করা হবে এই প্রদেশে। ভোটের তত্ত্বাবধানে নিয়োজিত ভারতের নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, প্রত্যেক ভোটারের বাড়ির ২ কিলোমিটারের মধ্যে একটি ভোটিং বুথ রয়েছে।

এমনকি কোনো এলাকার একজন ভোটারও যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। এজন্য নির্বাচনী কর্মকর্তাদের অনেক দূর-দুরান্ত পর্যন্ত ভ্রমণ করতে হবে। এমনটিই বলছেন, ভারতের নির্বাচনবিষয়ক গবেষক চাক্ষু রায়।

নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী মিলিয়ে এই নির্বাচনের কাজ করবেন প্রায় দেড় কোটি মানুষ। তারা দেশের মরুভূমি এবং পর্বতমালা অতিক্রম করে প্রত্যেকটি গ্রাম এবং বসতিতে পৌঁছনোর চেষ্টা করবেন। কখনও কখনও নৌকায় চড়ে, পায়ে হেঁটে, এমনকি ঘোড়ায় চড়ে তারা প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য এটা বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ।

২০১৯ সালে যখন ভারতে শেষবার নির্বাচন অনুষ্ঠিত হল, তখন ভোটগ্রহণ কর্মকর্তাদের একটি দল চার দিনে ৪৮০ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়েছিলেন। তারা চীনের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন যাতে সেখানকার বাসিন্দারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। এই দীর্ঘ পথের বেশিরভাগই তাদের অতিক্রম করতে হয়েছিল পায়ে হেঁটে।

ভোটগ্রহণ কর্মকর্তাদের একটি দল ২০১৯ সালের নির্বাচনে হিমালয়ের ১৫, ২৫৬ ফুট উঁচুতে অবস্থিত একটি গ্রামে পৌঁছেছিলেন। এটি বিশ্বের কোথাও সর্বোচ্চ অবস্থানে স্থাপন করা ভোটকেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়।

এবারও প্রত্যন্ত এলাকাগুলোতেও স্থাপন করা হবে ভোটকেন্দ্র। যার মধ্যে একটি দক্ষিণ কেরালা রাজ্যের একটি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভিতরে এবং আরেকটি পশ্চিম গুজরাট রাজ্যের একটি শিপিং কনটেইনারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে বহু-পর্যায়ের নির্বাচনের পিছনে একটি মূল কারণ হল নিরাপত্তা।

হাজার হাজার ফেডারেল নিরাপত্তা বাহিনীর সদস্য, যারা সাধারণত সীমান্ত পাহারায় নিয়োজিত থাকেন তারাও নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সহিংসতা প্রতিরোধ করতে এবং নির্বাচনী কর্মকর্তা ও ভোটিং মেশিন পরিবহনের জন্য রাজ্য পুলিশের সাথে তাদের মোতায়েন করা হবে।

ভারত! নদী, পাহাড়, বরফ, জঙ্গল কি নেই এই দেশে। নিরাপত্তা বাহিনীকে ও ভোটের সরঞ্জাম এই দেশের আনাচে কানাচে পৌঁছতে হবে। আগামী নির্বাচন নিয়ে মন্তব্য করতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, আমরা প্রত্যেকটা এলাকায় পৌঁছতে চেষ্টা করব যাতে ভোটারদের কষ্ট করতে না হয়।

কৃতিকা পাথি : অ্যাসোসিয়েটেড প্রেসের একজন রিপোর্টার। ভাষান্তর- মুজাহিদুল ইসলাম

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১০

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১১

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১২

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৩

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৪

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৫

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৬

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৭

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৮

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৯

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

২০
X