কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০১:৫০ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ
দুই দলের সমাবেশ

ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে ঢাকায় প্রবেশ করছে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, বাইপাইল-আব্দুল্লাহপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯টা থেকে রাজধানীর এ দুই প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ।

আমিনবাজার এলাকায় দেখা যায়, ১০-১৫ জন পুলিশ সদস্য ঢাকাগামী লেনের একপাশে ব্যারিকেড দেন। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আসা যাত্রীবাহী পরিবহণ থামিয়ে তল্লাশি শুরু হয়। পুলিশ সন্দেহভাজন যাত্রীদের পরিচয় জানতে চায় ও ব্যাগ তল্লাশি করে। অনেকেই তাদের জাতীয় পরিচয়পত্র দেখান। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন : মহাসমাবেশে মোতায়েন থাকবে বিপুল বিজিবি-পুলিশ সদস্য

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশ বলছে, এটি তাদের রুটিন কাজ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, চেকপোস্ট আমাদের রুটিন কাজ। এটি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। আমাদের জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। জনগণের সড়কে যাতায়াত করতে যেন কোনো সমস্যা না হয় সেজন্যই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে কারণে এ চেকপোস্ট বসানো হয়েছে।

গাড়ি থামিয়ে তল্লাশির বিষয়ে তিনি বলেন, আমাদের কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করছি। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্র্যাফিক উত্তর বিভাগ) আব্দুল্লা হিল কাফী সাংবাদিকদের জানান, এটা নিয়মিত তল্লাশির অংশ। আমাদের এখানে সবসময় তল্লাশি চালানো হয়। ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে তাই তল্লাশিতে জোর দিচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।

একইদিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে 'শান্তি সমাবেশ' করবে আওয়ামী লীগের ৩ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও।

উভয় পক্ষই আগে বৃহস্পতিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। পুলিশের অনুমতি না পেয়ে পরে তারা কর্মসূচির তারিখ পরিবর্তন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

জামায়াত আমিরকে সাক্ষাতের অনুরোধ করে ভারতের দূতাবাস, ডা. তাহেরের দাবি

সম্প্রীতির বন্ধন গড়তেই শরীয়তপুরে পাঠিয়েছেন তারেক রহমান : মিয়া নুরুদ্দিন অপু

গরু পেলেন পা হারানো সিরাজ / ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’

পিএসএলে নাম লিখিয়েছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

ডিক্যাব সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুল

মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার নারীর বিক্ষোভ

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

শৈত্যপ্রবাহে অসহায় দুবলার শুঁটকি পল্লীর জেলেরা

আমাকে কিনতে পারবেন না : ডিসি সারওয়ার

১০

পদ ফিরে পেলেন যুবদলের তিন নেতা

১১

তথ্য পাচারের ঘটনায় যবিপ্রবি শিক্ষককে শোকজ

১২

গানম্যান পায় কারা এবং কেন? আবেদন করবেন যেভাবে

১৩

সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

১৪

পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের প্রায় ৮৭ হাজার প্রবাসী

১৫

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

১৬

চট্টগ্রাম বন্দর : বিদেশি অপারেটর নিয়োগে বড় পরিবর্তন

১৭

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে সাত বছরের শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

১৮

১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

১৯

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুর পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

২০
X