কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান ১২ দলীয় জোটের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশে চলমান সহিংসতা এবং নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

আজ বুধবার (০৭ আগস্ট) ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান জোট নেতারা।

নেতারা বলেন, প্রতিটি রাজনৈতিক দল ও দেশের সচেতন নাগরিকদের এই নৈরাজ্য থেকে সকলকে বিরত রাখার জন্য কার্যকর ভূমিকা নিতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ক্রান্তিলগ্নে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা দুষ্কৃতকারী ও অসাধু উদ্দেশ্যে দেশকে নৈরাজ্যকর ও অস্থিতিশীল করার জন্য লিপ্ত।

নেতারা, ছাত্র-জনতার এক অভূতপূর্ব অভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা প্রয়োজন। গত ১৫ বছরের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এই সরকারকেই নতুন বাংলাদেশ গড়ার প্রথম দায়িত্ব নিতে হবে। দৃঢ়তার সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই এই সরকারকে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে।

নেতারা বলেন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক তথা সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তর্বর্তী সরকারকে। রাজনৈতিক এই চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে জোট নেতারা বলেন, ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য অংশীজনদের প্রস্তাবের ভিত্তিতে গঠিত সরকারকে সহযোগিতার মাধ্যমে ভেঙে পড়া রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। সকল পক্ষকে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ আহসানুল হুদা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো তালবাহানা নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে : খোকন

পুরোনো ভুল থেকে শিখতে চান লিটন

নারীর স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ 

সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে ছাত্রদলের ১০ কমিটি

আলোচনা সভায় বক্তারা / ১০ মাসেও সরকারের মনের কথা বোঝা যাচ্ছে না

রাজশাহীতে পরিত্যক্ত ‘রকেট লঞ্চার’ উদ্ধার

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন শহীদ শিমুল একাদশ

সুব্রত বাইনের উত্থান কীভাবে

রাবিতে এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে বামপন্থি ছাত্রসংগঠনের মশাল মিছিলে হামলা

১০

ভারতীয় পুশইনের ক্ষেত্রে নীরব অন্তর্বর্তী সরকার : ১২ দলীয় জোট

১১

ঢাকায় তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে পারেন খালেদা জিয়া

১২

গাজায় ‘বর্বরতা’ / প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলেন জার্মান চ্যান্সেলর

১৩

জানা গেল আমিরাতে ঈদের তারিখ

১৪

রাজনীতিতে নৈতিক জবাবদিহিতা থাকতে হবে : মঈন খান

১৫

ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির একগুচ্ছ পরামর্শ

১৬

কবে শুরু হচ্ছে পবিত্র হজ, জানা গেল

১৭

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে যে ব্যবস্থা গ্রহণ করবে ইসরায়েল

১৮

গরমে বেঁকে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস

১৯

বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক 

২০
X