আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকার পরিবেশ স্থিতিশীল রাখতে মধুবাগ কাঁচাবাজার, ওয়্যারলেস রেলগেট এলাকায় ব্যবসায়ী ও হাতিরঝিল থানায় অবস্থানরত আনসারদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার- মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান, সেক্রেটারি খন্দকার রুহুল আমিন,পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লা, নায়েবে আমির আবু তানজিল, সেক্রেটারি রাশেদুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ সর্দার, আমিনুল ইসলাম, জামায়াত নেতা শামীম হোসাইন, আজগর হোসেন, ছাত্রনেতা ফজলুল হক, সাজ্জাদ হোসেন প্রমুখ।
নেতারা জামায়াতের পক্ষ থেকে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
এ ছাড়াও স্থানীয় জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন স্পটে ট্রাফিকের দায়িত্ব পালনরতদের ৩ দিন ধরে খাবার ও পানি সরবরাহ করছে।
মন্তব্য করুন