কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে হতাহতদের খোঁজ নিলেন তারেক রহমান

‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্যরা ঢাকা ও নারায়ণগঞ্জে গিয়ে হতাহত ৩টি পরিবারের খোঁজ-খবর নেন। ছবি : কালবেলা
‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্যরা ঢাকা ও নারায়ণগঞ্জে গিয়ে হতাহত ৩টি পরিবারের খোঁজ-খবর নেন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত এবং সংঘর্ষে আহতদের পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তারেক রহমান ও জুবাইদা রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্যরা ঢাকা ও নারায়ণগঞ্জে গিয়ে হতাহত তিনটি পরিবারের খোঁজ-খবর নেন।

নারায়ণগঞ্জ

বিকেলে নারায়ণগঞ্জে নিহত ৬ বছর বয়সী রিয়া গোপ-এর বাসভবনে যায় সেলের একটি প্রতিনিধি দল। নিহত কন্যাশিশু রিয়া গোপ-এর মা বিউটি গোপসহ পরিবারের অন্য সদস্যদের প্রতি তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার।

এ সময় বিউটি গোপের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আপনি আপনার একমাত্র সন্তানকে হারিয়েছেন। এই ক্ষতি পূরণ হবার নয়। তবুও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জানিয়েছেন- আমরা আপনাদের পাশে আছি সর্বদা। আমরা শোকাহত ও সমব্যাথী। আপনাদের যেকোনো প্রয়োজনে স্মরণ করলে আমাদের পাশে পাবেন।

এমন সহমর্মিতার জবাবে বিউটি গোপ কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের জন্য প্রাণভরে দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’ সেলের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ জুলাই নারায়ণগঞ্জে ডিআইটি এলাকার একটি বাসার ছাদে খেলার সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়েছিল রিয়া গোপের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে শিশুটি।

ঢাকা

বিকেলে রাজধানী ঢাকার ওয়েস্ট নাখালপাড়ায় পাগলাপুর মসজিদ সংলগ্ন এলাকায় শহীদ জাহিদুল ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন। শহীদ জাহিদুল ইসলামের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনার বার্তা পৌঁছে দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাকিল আহম্মেদ, শাহাদাত হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজিব, সহসাংগাঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. শারিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান প্রমুখ।

সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার গণআন্দোলনে আহত জান্নাতুল ফেরদৌস-এর বাসভবনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে পদদলিত হয়ে শতাধিক মানুষ টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন

ভূমিকম্পে তারকাদের উদ্বেগ

সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বকর গ্রেপ্তার

আফটারশক হতে পারে কি না জানালেন আবহাওয়াবিদ

ভূমিকম্পের পর যে বার্তা দিলেন তাসকিন-জামাল ভূঁইয়া

সাগরে লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাসে নতুন তথ্য

ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

‘ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি’

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করিনি : পরিবেশ উপদেষ্টা

১০

ভূমিকম্পে কেরানীগঞ্জে হেলে পড়েছে ৭ তলা ভবন

১১

১৫ বছর ধরে অচল পবিপ্রবিতে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র

১২

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু 

১৩

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত

১৪

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

১৫

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

১৬

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

১৭

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

১৮

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

১৯

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

২০
X