কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ : নয়ন

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে ‘সারা দেশে জেলা ও মহানগরভিত্তিক সাম্য-মানবিক সমাজ বিনির্মাণে’ জামালপুরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিন।

নুরুল ইসলাম নয়ন বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান, দেশের ভেতর এবং বাহির থেকে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের গত ১৬ বছরের শাসনামলে তাদের মন্ত্রী-এমপিরা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে। এ ছাড়া যারা আমাদের ভাইদের গুম-খুন করেছে, এ দেশের প্রচলিত আইনে প্রত্যেকের বিচার করতে হবে।

শেখ হাসিনার উদ্দেশে যুবদলের সাধারণ সম্পাদক বলেন, পদত্যাগের তিন দিন আগেও আপনি বলেছিলেন- শেখের বেটি পালাই না। কিন্তু, তিন দিনের আগেই আপনি পালিয়ে গেলেন। নিজের দল, নিজের নেতাকর্মী কারও প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা নেই। অপর দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দেশে আছেন। খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ছয় বছর জেলে রাখা হয়েছে। উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু, তিনি তো দেশ ছেড়ে যাননি।

নয়ন বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার গত ১৬ বছরে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গুম-হত্যা করেছে। পুলিশকে ব্যবহার করেও তারা হত্যা করেছে। গায়েবি মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, সেটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়।

তিনি আরও বলেন, গত ১৬ বছরের শাসনামলে আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই আওয়ামী লীগ যা করেছে, বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায়-জুলুম করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়; উদারতা দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আমাদের সে অনুযায়ী কাজ করতে হবে। মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না।

নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে যুবদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপির কোনো অঙ্গসংগঠনে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

নয়ন বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।

এ সময় জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন ৬০ প্রার্থী

ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন ডিসি সারোয়ার

বিএনপি গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : মহসীন হোসাইন

এমসিসিআইর অনুষ্ঠানে পরামর্শক কমিটির সদস্য / ‘বিদ্বেষ’ থেকে এনবিআর ভাগ হলে ভয়ংকর পরিস্থিতি হবে

হঠাৎ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠালো ইরান

গণতান্ত্রিক শক্তি এক না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

কোটিপতি হওয়ায় রাগ করে নিজের কোম্পানি দান করে দেন উদ্যোক্তা!

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুর হাতে খুন 

শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান : মাহবুবুর রহমান  

১০

বিসিএস ২২ ব্যাচ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শরৎ সন্ধ্যা

১১

ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল

১২

ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

১৩

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

১৪

চীনে চড়া দামে বিক্রি হচ্ছে হাতের কাটা নখ, রহস্য কী জেনে নিন

১৫

দুর্গাপূজা উপলক্ষে তুরাগে শতাধিক হিন্দু পরিবারকে তারেক রহমানের উপহার

১৬

রাজ্জাকের পদত্যাগে অবাক শান্ত

১৭

কোটের হাতাতে এই অতিরিক্ত বোতাম কেন থাকে, আসল রহস্য জেনে নিন

১৮

আবুধাবিতে বিশ্বের প্রথম ‘নেট জিরো এনার্জি’ মসজিদ

১৯

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

২০
X