কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আওয়ামী লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মতো নিষিদ্ধ করতে হবে’

বিক্ষোভ সামাবেশে গণঅধিকার পরিষদের নেতারা। ছবি : কালবেলা
বিক্ষোভ সামাবেশে গণঅধিকার পরিষদের নেতারা। ছবি : কালবেলা

জুলাই অভ্যুত্থানের গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করে তারা। সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘৫ মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনো আওয়ামী হাইকমান্ড ও শেখ পরিবারের খুনিরা ধরাছোঁয়ার বাইরে। এদের অনুপস্থিতিতে রায় ঘোষণা হওয়া মানে বিচারের নামে প্রহসন করা।’

তিনি বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত করতে হবে। এই খুনি দলটি বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিচারের পূর্বে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শেখ হাসিনা ও কাদেরসহ ভারতে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে হবে। এদের শাস্তি না হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

রাশেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষ্য অুনযায়ী সরকার বা হাইকোর্টের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে, তারা নির্বাচনে যেতে পারবে। তবে স্বয়ং প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ দিলে, তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

রাশেদ আরও বলেন, ‘আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে, সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। ৭১ সালের পর শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে, ২০২৪-এ তার মেয়ের নেতৃত্বে গণহত্যা। আওয়ামী লীগকে তৃতীয়বার আর গণহত্যার সুযোগ দেওয়া যাবে। আওয়ামী লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মতো নিষিদ্ধ করতে হবে। ’

তিনি বলেন, ‘সরকারকে একটি জাতীয় কমিশন গঠন করার মাধ্যমে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিতে হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ৮৩৪ শহীদের গেজেট প্রকাশ করেছে। বাকিদের তালিকা কই? ৭১-এর মতো কোনো বিকৃত ইতিহাস শুনতে চাই না। দ্রুত শহীদের সঠিক তালিকা করতে হবে এবং শহীদ পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আহতের ধরনভেদে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।’

এ সময় দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘গণহত্যায় জড়িত অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

দলের আরেক উচ্চতর পরিষদ সদস্য হাসান আল মামুন বলেন, ‘অনেক এসআইকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, সরকারের প্রতি আহ্বান থাকবে যারা ফৌজদারি কোনো অপরাধের সঙ্গে জড়িত নয় কিংবা যাদের বিষয়ে আওয়ামী লীগের সুপারিশ ছিল না তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।’ সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল আহমেদ বন্ধন, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ অনেকে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নাইটিংগেল, ফকিরাপুল, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড় ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল

চট্টগ্রামে ফিউচারিস্টিক বিডির ‘করপোরেট ফুটসাল কার্নিভাল’

বিএনপির ভোলা সদর কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

পরকীয়া ফাঁস, ১১ তলা থেকে পাইপ বেয়ে পালালেন তরুণী

ক্লান্ত হয়ে আকাশ থেকে পড়ল হিমালয়ান শকুন

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে : প্রধান বিচারপতি

আসিফের ‘নতুন যাত্রা’ নিয়ে সারজিসের মন্তব্য

সুখবর পেলেন বিএনপির ৬ নেতা

পরিবেশ অধিদপ্তরকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

যেসব আসনে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

১০

জবি শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

১১

নৌপরিবহন উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, নাম প্রকাশের দাবি

১২

এক যুগ আগে গুম হওয়া ৩ ছাত্রদল নেতার সন্ধান চেয়ে জবিতে মানববন্ধন

১৩

তপশিলের পর অনুমোদনহীন সমাবেশের বিষয়ে কঠোর ব্যবস্থা : ডিএমপি

১৪

ভূমিকম্পে হেলে পড়া ভবনের গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন করল রাজউক 

১৫

প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে বাস্তুচ্যুত প্রায় ৫০ লাখ মানুষ : আইওএম

১৬

পুরোনো স্মার্টফোনই হয়ে উঠবে সিসিটিভি, খরচ বাঁচাতে জানুন পদ্ধতি

১৭

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে : কাজী আলাউদ্দীন

১৮

যুক্তরাজ্যে শীর্ষ সম্মাননা রাইজিং স্টার অ্যাওয়ার্ড জয় বাংলাদেশি সালিম শাদমানের

১৯

কামড় খেয়ে জ্যান্ত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

২০
X