কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৯:৩৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগেরই অবজেক্টিভ-সাবজেক্টিভ নেই : প্রিন্স

ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথসভায় বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথসভায় বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

আওয়ামী লীগেরই অবজেক্টিভ-সাবজেক্টিভ নেই উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ নেতারা গণআন্দোলনে ভীত হয়ে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভদ্রলোককে মিথ্যাচারের ওপর ডিগ্রি থাকলে তাই দেওয়া উচিত।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স। হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয়ে এই যৌথসভা হয়।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সরকার তার একগুঁয়েমি এবং গণতন্ত্র ও গণবিরোধী কাজের জন্য দেশে যেমন জনবিচ্ছিন্ন, তেমনি বিদেশেও বন্ধুহীন হয়ে পড়েছে। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র হরণের মহাকাব্য রচনা করে আওয়ামী লীগ এখন কাঠের চশমা চোখে লাগিয়ে মিথ্যাচার করছে। ক্ষমতাকে লুটপাটের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছে এই সরকার।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে ভীত হয়ে সরকার গ্রাম-শহরের নিরীহ নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি করছে। তিনি পুলিশ প্রশাসনের প্রতি দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, দমন-পীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকারের ভাগ্য লেখা হয়ে গেছে। ডুবন্ত সরকারের অন্যায় হুকুম তামিল করে জনগণের বিপক্ষে অবস্থান না নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রিন্স।

তিনি গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং নেতাকর্মীদের প্রতি আন্দোলনে সর্বশক্তি দিয়ে শামিল হবারও আহ্বান জানান।

সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, বিএনপি নেতা আবদুল হাই, মোনায়েম খান খোকন, ডা. কসিম উদ্দিন জোয়ার্দার, রফিকুল ইসলাম, অধ্যাপক মোফাজ্জল হোসেন, আবদুস সাত্তার, রমজান আলী, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, সহসভাপতি মনোয়ারা বেগম ময়না, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, উপজেলা জাসাস আহ্বায়ক রাশেদ আমিন, মির্জা রনি, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন, আবু নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোপাদিঘিতে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ, ওয়াকওয়ে বন্ধ ঘোষণা

জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

চ্যাটজিপিটিতে নতুন ফিচার চালু

যমুনায় হুহু করে বাড়ছে পানি, দুশ্চিন্তায় চরের কৃষক

মশার কয়েলের বিকল্প বের করলেন খুবি শিক্ষার্থীরা

ভারত-পাকিস্তান ম্যাচে রানআউট বিতর্কে যা বলল ক্রিকেট আইনপ্রণেতা সংস্থা

সুষ্ঠু নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

বাংলাদেশে কর্মসংস্থান কমায় বিশ্বব্যাংকের উদ্বেগ

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

১০

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

১১

লটারিতে হারা প্রার্থী জিতলেন আদালতে

১২

লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনায় আটক ৪৬

১৩

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

১৪

বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর 

১৫

শহীদ আবরারের নামে ফেনী নদীর নামকরণের দাবি

১৬

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

১৭

আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

১৮

২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক

১৯

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

২০
X