গুরুতর আহত নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর খোঁজ নিয়েছে বিএনপির মিডিয়া সেল। গত ২৯ জুলাই বিএনপি ঘোষিত ১ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করার সময় কাঁচপুর এলাকায় পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারান টিটু।
তিনি দুই চোখে মারাত্মক আঘাত পেয়েছেন। সেই থেকে বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন বিএনপির ওই নেতা। অসুস্থ শহীদ ইসলাম টিটুকে তার বাড়িতে দেখতে যান বিএনপির মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আজ শনিবার (২৬ আগস্ট) দুপুর ১টায় নারায়ণগঞ্জ আড়াইহাজারে টিটুর বাসায় গিয়ে এ্যানি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এ সময় নারায়ণগঞ্জ জেলা এবং স্থানীয় উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে শহীদুল ইসলাম টিটু পুলিশের ছররা গুলিতে আহত হন। তিনি বেশি আঘাত পান চোখে ও মুখে। তার চোখের অবস্থা খুবই মারাত্মক। তার এক চোখের দৃষ্টিশক্তি নেই। আরেক চোখেও খুব পরিষ্কার দেখতে পান না।
মন্তব্য করুন