বিএনপি-জামায়াত ক্ষমতা পেলে আমিও থাকব না, বাংলাদেশও থাকবে না। তাই বাংলাদেশ রক্ষা করার জন্য আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (২৭ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের কাছে যদি বাংলাদেশ যায় তাহলে আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবো না। বাংলাদেশও থাকবে না। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই। যদি বাংলাদেশ থাকে বা না থাকে তাতে তার কিছু যায় আসবে না। কিন্তু আমাদের যায় আসবে। তাই এ বাংলাদেশকে রক্ষা করতে হবে।
কৃষিবিদদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, গ্রামের সহজ সরল লোকদের বুঝাতে হবে। আপনারা তাদের পাশে থাকলে তারা বর্তমান সরকারের গুরুত্ব বুঝবে। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে জয়যুক্ত করবে। তাই সবাইকে একযোগে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে জীবিত রাখতে হবে।
বঙ্গবন্ধুকন্যার হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে আনিসুল হক বলেন, আমরা আছি, আমরা কাউকে পরোয়া করি না। ঘাতকরা জানত, বঙ্গবন্ধুর পরিবারের একজনও যদি জীবিত থাকে, তাহলে বাংলাদেশ পুনরুজ্জীবিত হবে। এর প্রমাণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শারফুদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, কবি নির্মলেন্দু গুণ প্রমুখ।
মন্তব্য করুন