কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট : ২১ মে ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ

আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ মে) সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ শুরু করে।

গতকাল মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা দিয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশন একটি বড় রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটির ‘অবৈধ’ নির্বাচন নিয়ে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকাই দায়ী।

তিনি বলেন, ওই নির্বাচন নিয়ে মামলায় নজিরবিহীনভাবে নির্বাচন কমিশন লড়েনি। ফলে একতরফা রায় দেওয়া হয়েছে। রায়ের পরে উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে তারা মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে।

আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে, যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে। এই মামলার রায় ঘোষণার আগে ১৯ আগস্ট ঢাকা দক্ষিণের প্রশাসক ঘোষণা করা হয়। ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে যায়।

তিনি বলেন, রায় প্রকাশের পর গেজেট প্রকাশের আগে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইলেও মতামত দেওয়ার আগেই রাতের আঁধারে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের সময়ে প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন-২০২২ দিয়েই গঠিত, যা তখন সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছিল। এ ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই এই নির্বাচন কমিশন গঠন করা হয়।

এ সময় দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এক প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

মেয়াদ আছে তো!

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

১০

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

১১

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৩

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

১৪

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৫

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১৬

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১৭

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১৮

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৯

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

২০
X