কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট : ২১ মে ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ

আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ মে) সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ শুরু করে।

গতকাল মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা দিয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশন একটি বড় রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটির ‘অবৈধ’ নির্বাচন নিয়ে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকাই দায়ী।

তিনি বলেন, ওই নির্বাচন নিয়ে মামলায় নজিরবিহীনভাবে নির্বাচন কমিশন লড়েনি। ফলে একতরফা রায় দেওয়া হয়েছে। রায়ের পরে উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে তারা মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে।

আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে, যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে। এই মামলার রায় ঘোষণার আগে ১৯ আগস্ট ঢাকা দক্ষিণের প্রশাসক ঘোষণা করা হয়। ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে যায়।

তিনি বলেন, রায় প্রকাশের পর গেজেট প্রকাশের আগে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইলেও মতামত দেওয়ার আগেই রাতের আঁধারে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের সময়ে প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন-২০২২ দিয়েই গঠিত, যা তখন সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছিল। এ ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই এই নির্বাচন কমিশন গঠন করা হয়।

এ সময় দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এক প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি শুধু স্বপ্ন দেখে না, বাস্তবায়নও করে দেখায় : রবিন

প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দোকান থেকে যুবলীগ নেতা রবিন আটক

ভালোবাসা দিবসে আসছে সৌরভের ‘মেঘের বাড়ি’

২৭ লাখ টাকা আত্মসাতের মামলা থেকে মেহজাবীনের মুক্তি

ইউক্রেনে মার্কিন এফ-১৬ ভূপাতিত

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিলসহ ৪ দাবি এনসিপির

স্কুলে তালা দেওয়ায় ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

তাহসান-রোজার বিচ্ছেদ যে কারণে

২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী

১০

ফের নতুন সম্পর্কে মাহি

১১

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি

১২

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

১৩

কাঁকড়া নদীতে ভাসছিল ২ যুবকের মরদেহ

১৪

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মির্জা ফখরুল

১৫

‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

১৬

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম

১৭

আইপিএল প্রসঙ্গ টেনে বিপিএলে প্রশ্ন, বিরক্ত নবী

১৮

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১৯

অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন

২০
X