বিএনপি তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, একটি সুস্থ জাতি গঠনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। তাই বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করা সম্ভব হবে।
সাবেক জাতীয় ফুটবলার বলেন, ফুটবল, ক্রিকেটসহ অন্য খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
পতিত স্বৈরাচার সরকারের সমালোচনা করে আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছি। তিনি স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন, বিএনপি ভবিষ্যতে ক্রীড়াঙ্গনকে দলীয় স্বার্থে ব্যবহার করবে না।
তিনি বলেন, আমরা দল-মত নির্বিশেষে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ, স্বাস্থ্য খাতসহ সব সেক্টরে সংস্কার আনা হবে। ইনশাআল্লাহ, জনগণ আমাদের নির্বাচিত করলে ক্রীড়াঙ্গনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বির, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, মহনগর সদস্য নূরুল হুদা ভূইয়া নূরু, ক্রীড়া সংগঠক আবু হুরাইরাসহ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন