বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক দখলে নিলেন ববি শিক্ষার্থীরা

সরকারি প্রতিষ্ঠানের ভবন দখল নিয়ে ব্যানার টাঙিয়ে দেয় ববি শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
সরকারি প্রতিষ্ঠানের ভবন দখল নিয়ে ব্যানার টাঙিয়ে দেয় ববি শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ক্লাসরুম সংকট ও আবাসন সংকটের কারণ দেখিয়ে নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) দখলে নিয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এই দুই প্রতিষ্ঠান দখল করে নেন তারা। নির্মাণ সম্পন্নের চূড়ান্ত পর্যায়ে থাকা স্থাপনা দুটি এখনও হস্তান্তর করেনি নির্মাণকারী প্রতিষ্ঠান।

এ সময় ববি শিক্ষার্থীরা নভোথিয়েটার দখলে নিয়ে একাডেমিক ভবন ৩ এবং বিটাক দখলে নিয়ে আবাসিক হল লেখা ব্যানার টাঙিয়ে দেন। এর আগে শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো ববির মূল গেটের সামনের বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে জনদুর্ভোগ দেখা দেয়।

শিক্ষার্থীরা জানান, প্রায় এক মাস ধরে অবকাঠামোগত সংকট, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কেউ শিক্ষার্থীদের সঙ্গে আজ পর্যন্ত যোগাযোগ করেনি। তাই এই স্থাপনা দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি আমরা। এখন থেকে এই স্থাপনা দুটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ হিসেবে ব্যবহৃত হবে।

এর আগে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা স্থাপনা দুটি দখলের ঘোষণা দেয়। এরপর ববির ছাত্রাবাসসহ পার্শ্ববর্তী মেস বাসায় থাকায় শিক্ষার্থীরা এসে যুক্ত হয়ে মিছিল করে ববির পার্শ্ববর্তী নভোথিয়েটার ও ভোলা রোড সংলগ্ন নির্মাণাধীন বিটেক ভবন দখলে নেন।

ববি শিক্ষার্থী মো. রায়হান বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণস্বাক্ষর মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচিসহ মহাসড়ক অবরোধ করে থাকলেও আমাদের দাবির বিষয়ে কেউ কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে আমরা স্থাপনা দুটি নিয়ন্ত্রণে নিয়েছি। কারণ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭টি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের পাঠদানের জন্য কক্ষ আছে মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, প্রতিটি কাজের একটি প্রক্রিয়া আছে। আমাদের নতুন ভবন তৈরির জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডির কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। জমি অধিগ্রহণের জন্য আমাদের সঙ্গে বরিশাল জেলা প্রশাসকের কথা হয়েছে। পরিবহন সমস্যার সমাধানের জন্য নতুন অর্থবছরে পরিবহন কেনা হবে।

সরকারি প্রতিষ্ঠান নভোথিয়েটার শিক্ষার্থীরা দখল করতে পারেন কি না–এমন প্রশ্নে প্রক্টর বলেন, শিক্ষার্থীরা এটা আবেগে করেছেন। এ বিষয়ে আলোচনা করা হবে।

এ বিষয়ে বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

আজ ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে দোহা

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

মহড়ার সময় এফ-১৬ বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

ডায়াবেটিসের কিছু আশ্চর্যজনক লক্ষণ, যা জানেন না অনেকেই

বহিরাগতদের দখলে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস, ঘুষ ছাড়া মেলে না সেবা

নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেই সাকিব-মাশরাফির

ব্রাহ্মণবাড়িয়ায় শ্মশানের জায়গা দখলমুক্ত করার দাবি

১০

তিন সন্তানকে বাথটাবে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নারীর

১১

আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন লিয়াকত আলী মোল্লা

১২

বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন

১৩

গণশিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

১৪

ইরানকে চাপে ফেলতে ইইউ ত্রয়ীর নতুন সিদ্ধান্ত

১৫

ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে : উমামা ফাতেমা 

১৬

গাজায় ভয়াবহ ক্ষুধা, মানবিক সুনামির আশঙ্কা

১৭

চট্টগ্রাম রেলস্টেশন : স্ক্যানার আছে, ব্যবহার জানা নেই

১৮

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

১৯

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, চলছে অনলাইনে আবেদন

২০
X