নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সাংগঠনিক নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম এবং সদস্য সচিব রুহুল আমিন মুক্তারকে এ শোকজ (কারণ দর্শানোর নোটিশ) পাঠানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ নোটিশ জারি করে।
বিবৃতিতে বলা হয়েছে, উল্লিখিত তিন নেতা দলের গঠনতন্ত্র এবং নীতিমালার পরিপন্থি কিছু কর্মকাণ্ডে জড়িত হয়েছেন বলে কেন্দ্রীয় কমিটির কাছে প্রমাণ রয়েছে। তাদের আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হলো।
যদি ব্যাখ্যা গ্রহণযোগ্য না হয়, তাহলে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদল যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সদস্য সচিব রুহুল আমিন মুক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেয়নি।
কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু। তিনি কালবেলাকে বলেন, আমরা নোটিশের জবাব সঠিক সময়ে দেব। হয়তো নওগাঁয় দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেগুলো আমাদের নজরে আসেনি। কিন্তু কেন্দ্রের নজরে গিয়েছে। সেই বিষয়ে জানতে দল নোটিশ দিয়ে থাকতে পারে। এ ছাড়া অন্য কিছু না। শনিবার সশরীরে উপস্থিত থেকে দলের কাছে ব্যাখ্যা দেব।
মন্তব্য করুন