রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীর বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফারিয়া আক্তার তমার পক্ষে আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন বিএনপির স্থগিত হওয়া এক নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, যে মেয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলছিল 'ফজু পাগলা গ্রেপ্তার না হলে আমরা যাব না', আজ সেই মেয়েই চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে। এখন মনে হচ্ছে, তার পাশে দাঁড়ানোই উচিত। আমি তার পক্ষে আদালতে লড়ব।
তিনি বলেন, আমি কেন তাকে ছাড়াতে পারব না? ওরা তো আমার সন্তানের মতো। ওদের বিভ্রান্ত করছে জামায়াত। ওদের সঠিক পথে ফেরাতে হবে। আমি দেশের মঙ্গল চাই, এদেরও সঠিক পথে আনতে চাই।
ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা তাকে যেভাবে অপমান করেছে, এমন অভিজ্ঞতা তিনি আর কোনো রাজনৈতিক দল থেকে পাননি।
তিনি বলেন, আমি যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, তা আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যদিও বাঙালিরা আজ শিল্প-কারখানা থেকে শুরু করে সেনাবাহিনীর জেনারেল পদ পর্যন্ত পৌঁছেছে।
তিনি আরও বলেন, এখন কেউ কেউ বলে ১৯৭১ সালের যুদ্ধ নাকি ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল— এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও কেউ মুছে ফেলতে পারবে না। মীরজাফরের নাম যেমন আজও বিশ্বাসঘাতকের প্রতীক, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্যের প্রতিবাদে ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কিছু ব্যক্তি। তাদের সঙ্গে ছিলেন ফারিয়া আক্তার তমা, যিনি ওই সময় ফজলুর রহমানের বিরুদ্ধে কিছু আপত্তিকর স্লোগান দেন।
মন্তব্য করুন