

গণতন্ত্রবিরোধী একটি মহল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে এখনো সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত আলোচনাসভায় তিনি এ অভিযোগ তুলে ধরেন।
আমীর খসরু বলেন, একদিকে নির্বাচন নিয়ে কথা বলছে, আরেকদিকে বিভ্রান্তি ছড়াচ্ছে ও বাধা সৃষ্টি করছে একটি গোষ্ঠী। বাংলাদেশের জনগণ এটি মেনে নেবে না।
তিনি বলেন, শেখ হাসিনার মতো জোর-জবরদস্তির পথ আমরা অনুসরণ করি না। আমরা সংঘর্ষ চাই না, চাই সহনশীল রাজনীতি। দ্বিমত থাকলেও অন্যের মতকে সম্মান করতে হবে।
আমীর খসরু আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাসীরা জনগণের কাছে যায়। কিন্তু কক্ষে বসে সিদ্ধান্ত নিয়ে তা জনগণের ওপর চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক নয়।
গণতন্ত্র রক্ষায় বিএনপি এখনো অনেক কিছু সহ্য করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।
কর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ঐক্য ধরে রাখতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। ভালো-মন্দ নির্ধারণের দায়িত্ব জনগণের।
নির্বাচনকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে আমীর খসরু আরও বলেন, এই যুদ্ধে জিততেই হবে, না হলে হারবে গণতন্ত্র। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
মন্তব্য করুন