সংবিধান অনুযায়ী দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় গণতন্ত্র বিকাশ মঞ্চের প্রধান শরিক এনপিপি। দলটি বলেছে, তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চায় না, জাতীয় সরকারও চায় না। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারে শহীদ মিনার চত্বরে জেলা এনপিপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এ কথা বলেন।
গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালু জানান, গণতন্ত্রকে সুসংহত ও বিকশিত করার জন্য এনপিপির নেতৃত্বাধীন গণতন্ত্র বিকাশ মঞ্চ আগামী জাতীয় নির্বাচনে তিনশ’ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। বিগত একাদশ সংসদ নির্বাচনে এনপিপি আম প্রতীকে ৮৩ আসনে প্রার্থী দিয়ে সারাদেশে সাংগঠনিক ভিত্তি প্রমাণ করেছে। এইবার আমাদের জোটে (গণতন্ত্র বিকাশ মঞ্চ) আরও অন্যান্য দল সম্পৃক্ত হওয়ায় আগামীতে আমরা ৩০০ আসনেই প্রার্থী প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি। আমাদের বিশ্বাস বর্তমান নির্বাচন কমিশনের সদিচ্ছা, আন্তরিকতা ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
এনপিপির চেয়ারম্যান দাবি করে বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামিক আন্দোলন বাংলাদেশের পরেই এনপিপি’র অবস্থান। আমরা পঞ্চম দল হিসেবে বিবেচিত হয়েছি। এরপরে আছে কমিউনিস্ট পার্টি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এনপিপি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের নেতা-কর্মী আছে। কক্সবাজারসহ বাংলাদেশের সবগুলো জেলাতেই আমাদের কমিটি আছে এবং ৪০টি জেলায় দলীয় কার্যালয় আছে।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল বলেন, স্বাধীনতা বিরোধী চক্র আজ সক্রিয় হয়ে উঠেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে স্তব্ধ করে দিতে চায়। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এনপিপির এ নেতা বলেন, এনপিপি শতভাগ স্বাধীনতার পক্ষের একটি রাজনৈতিক দল। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে দেশের কল্যাণে এনপিপির পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান আব্দুল হাই মন্ডল।
কক্সবাজার জেলা এনপিপির আহ্বায়ক মো. আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাবুবুল আলমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর স্টেয়ারিং কমিটির সদস্য মো. আনিসুর রহমান দেওয়ান, চেয়ারম্যান এর উপদেষ্টা খোশাল খান, যুগ্ম মহাসচিব মো. এমাদুল হক রানা, চট্টগ্রাম মহানগর সভাপতি মো. কামাল পাশা, সাংগঠনিক সম্পাদক মো. সারোয়ার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন