বিএনপির কাছে সমাবেশের বিকল্প ভেন্যুর নামসহ সাতটি তথ্য জানতে চেয়ে বুধবার (২৫ অক্টোবর) চিঠি দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই চিঠির জবাবে বিএনপি বলেছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বিএনপি জানিয়েছে, তাদের সমাবেশে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার লোকের সমাগম হবে। অন্য কোনো রাজনৈতিক দলের লোক তাদের সমাবেশে আসবে না। তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়। এ জন্য তারা ৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে।
এর আগে বুধবার (২৫ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে সমাবেশের বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য জানতে চেয়ে চিঠি দেয় পুলিশ।
চিঠিতে পুলিশ জানতে চেয়েছিল, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কিনাসহ সাতটি তথ্য। পাশাপাশি জননিরাপত্তার কারণে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে কোথায় হতে পারে এমন দুটি বিকল্প নাম চেয়েছিল।
মন্তব্য করুন