গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা-হত্যা, শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তিসহ বিএনপির একদফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত অবরোধের সমর্থনে আজ রাজধানীর ৫টি স্পটে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের রাজধানী সালাউদ্দিন হসপিটাল, চকবাজার সোয়ারী ঘাট, খিলগাঁও চৌরাস্তা, ধানমন্ডি এবং পল্টন আজাদ প্রোডাক্টেসর সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত পৃথকভাবে বিক্ষোভ মিছিল হয়েছে। এসব মিছিল থেকে ৯ জনকে আটকের অভিযোগ করেছেন অবরোধকারীরা। এ ছাড়াও চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মিছিলে উপস্থিত ছিলেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। গাজী রেজওয়ান হোসেন রিয়াজ এবং সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
মিছিলগুলোতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়রসহ সভাপতি এস এম সায়েম, সহ সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিতি ছিলেন।
যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করতে গেলে সাদা পোশাকে পুলিশ হামলা করে এবং দক্ষিণের ৯ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করে। ৬ জনকে যাত্রাবাড়ী থানায় তিন জনকে গেন্ডারীয়া নিয়ে যায়।
জানা গেছে, জনপথ এলাকা থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল দক্ষিণের নেতাকর্মীরা হলেন, ৪৭ নং ওয়ার্ডের সদস্য সচিব মো. আওলাদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, শ্যামপুর থানার সদস্য মো. নজরুল ইসলাম, ৭০ নং ওয়ার্ডের আহ্বায়ক তোফাজ্জল, সদস্য সচিব রাজু আহাম্মেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামীন, গেন্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন রাসেল, সূত্রাপুর থানার যুগ্ম আহ্বায়ক শেখ মো. সোনা মিয়া এবং বংশাল থানার ওয়াহিদুর রহমান বাপ্পী।
এদিকে পুলিশের বিনা কারণে এই অতর্কিত হামলা ও আটকের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।
মন্তব্য করুন