দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদ ও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে মিছিলিটি শাহজাহানপুর-শহীদবাগ চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে খিলগাঁও রেলগেটের আগে আমতলা মোরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন।
এ সময় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনামসহ মতিঝিল, পল্টন ও সবুজবাগ থানা যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে শেখ হাসিনার সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।
মন্তব্য করুন