দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকালে হাতিরঝিলসংলগ্ন মেরুল বাড্ডায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমানে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।
নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহসাধারণ আল মামুন, সহসাধারণ সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ নাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান চাঁদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাবেক সহসাধারণ সম্পাদক আ. আজিজ, সহসাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা খোকা আহম্মেদ, লিমন আহম্মেদ, হারুন অর রশিদ, শিপন মিয়া, রাসেল আহম্মেদ, মান্নান ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, ছাত্রনেতা মো. সেলিম, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. ফয়সাল হোসেন রাজু, তেজগাঁও থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তারিকুল ইসলাম ড্যানিশ, মো. রুবেল, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রাজু, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সহসাংগঠনিক সম্পাদক মো. তোফায়েল, ছাত্রনেতা নিজামুল করিম মিরাজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মন্তব্য করুন