কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনএমে যোগ দিলেন আরও একজন সাবেক এমপি

বিএনএম এর মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহ্জাহান এর হাত থেকে ঢাকা-৬ আসনের জন্য দলীয় মনোনয়ন গ্রহণ করছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল মান্নান। ছবি : কালবেলা
বিএনএম এর মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহ্জাহান এর হাত থেকে ঢাকা-৬ আসনের জন্য দলীয় মনোনয়ন গ্রহণ করছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল মান্নান। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আরও একজন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগদান করে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি হলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ, যিনি জামালপুর-৪ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। এ নিয়ে মোট সাতজন সাবেক এমপি বিএনএমে যোগ দিয়ে মনোনয়ন ফরম নিলেন। তবে এদের মধ্যে একজন বিএনএমে যোগদানের বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনএম কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠান হয়। সেখানে কয়েকজন রাজনীতিবিদ ও পেশাজীবী বিএনএমে যোগদান করে দলের মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহ্জাহানের হাত থেকে নিজ নিজ আসনে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন গ্রহণ করেন। ড. মো. শাহ্জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জামালপুর-৪ আসনের জন্য জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ, মোহামেডান স্পোটিং ক্লাবের পরিচালক শাহ্ জামাল রানা ব্রাহ্মণবাড়িয়া-৩, চাপাইনবাবগঞ্জ পৌর মেয়র মো. আব্দুল মতিন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের জন্য, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল মান্নান ঢাকা-০৬ আসনের জন্য, সাতক্ষীরা-৩ আসনের জন্য অ্যাডভোকেট হোসনে আরা হক এবং বিশিষ্ট ব্যবসায়ী মিঠু মোল্লা, যিনি ঢাকা-২০ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনএমে যোগদানকারীদের স্বাগত জানিয়ে দলের মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহ্জাহান বলেন, ‘আমাদের এই নতুন দলের প্রতি ক্রমশই সকল শ্রেণি-পেশার মানুষ ও রাজনীতিবিদ তথা বিশিষ্টজনদের মধ্যে আলোড়ন ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আমরা আশা করি, দেশে অচিরেই আমাদের দলই সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হবে।

বিএনএম থেকে নির্বাচন করতে এর আগে বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র ছয়জন সাবেক এমপি দলটিতে যোগদান করেন। এদের মধ্যে বিএনপির ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রহমান; জাতীয় পার্টির নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুই বারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ রয়েছেন। তবে মো. আবদুল ওহাব বিএনএমে যোগদানের বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন। এ ছাড়া সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ছাড়াও চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরও অনেকে বিএনএমে যোগ দিয়েছেন। ডলি সায়ন্তনী পাবনা-২ আসন থেকে বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনে অংশ নিতে বিএনএম থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ৪৬৬টি ফরম বিতরণ করা হয়েছে।

এদিকে বেশ কিছুদিন ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও বিএনএমে যোগ দিয়ে নির্বাচন করবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। বিএনএমে যোগ দিলে তাকে দলটির চেয়ারম্যান করা হবে, এমন আলোচনাও রয়েছে। সেজন্য বিএনএমের চেয়ারম্যান পদ এখনো খালি রাখা হয়েছে বলে দলটির একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে শাহ মোহাম্মদ আবু জাফর এখন বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X