শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। দলটি বলেছে, দেশের চলমান পরিস্থিতিতে তারা ভীষণভাবে মর্মাহত, উদ্বিগ্ন ও শোকাহত।
শনিবার (০৩ আগস্ট) বিকেলে বিএনএমের চেয়ারম্যান শাহ্ মুহাম্মদ আবু জাফর ও মহাসচিব অধ্যাপক ড. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সমর্থন জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত যত প্রাণ ঝরেছে তাদের সবার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। অবিলম্বে সকল প্রাণহানি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের গ্রহণযোগ্য তদন্ত ও শাস্তি সম্পন্ন করতে হবে।
একই সঙ্গে বিবৃতিতে দেশের চলমান পরিস্থিতিতে কোনোভাবেই যেন মহান মুক্তিযুদ্ধ ও আপামর জাতীয়তাবাদ চেতনা প্রশ্নবিদ্ধ না হয়, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানানো হয়েছে।