মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সিনিয়র নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আজকে আমরা কোন বিজয় উদযাপন করতে আসছি তা বর্তমান সরকারকে তুলে ধরতে হবে। এটা কিসের বিজয়, এটা কি একদলীয় শাসনের বিজয়, নাকি একনায়কতন্ত্র শাসনের বিজয়? এখানে এমন একটি সরকার চলছে যারা মানুষকে কথা বলতে দেয় না, যারা মানুষকে ভোট দিতে দেয় না, যারা অর্থনৈতিক মুক্তি অর্জনে ব্যর্থ হয়েছে।
জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে শেরেবাংলা নগরে বিএনপি নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করবেন।
মন্তব্য করুন