কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

ঢাকায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

দেশের নতুন শিক্ষা কারিকুলামে ট্রান্সজেন্ডারদের কার্যকলাপ প্রচারের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাত করা হয়েছে। তাই বিতর্কিত এই কারিকুলাম পরিবর্তনের দাবিতে শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুমা ঢাকার বায়তুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সমাবেশ সফল করার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন খান, সেক্রেটারি জেনারেল প্রভাষক মুহাম্মদ আব্দুস সবুর। এ ছাড়া সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এবিএম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন অভিভাবক সমাজের সভাপতি মুসলিম বিন হাই, ট্রান্সজেন্ডার গবেষক রাখাল রাহা, মুফতি আমির হুসাইন, মাওলানা জাকারিয়া আহমদ, মুহাম্মদ মহসিন ভুইয়া, মাওলানা রুহুল আমীন।

ইউনুছ আহমাদ বলেন, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্পে শরীফ আহমেদ একজন ছেলে এবং তার সব অঙ্গ-প্রত্যঙ্গ অনুযায়ী সে একজন ছেলে। কিন্তু সে মনে করে, সে একজন মেয়ে। তাই তার নাম পরিবর্তন করে রেখেছে শরীফা। এখানে স্বীকার করা হয়েছে যে, শরীফ আহমেদের শারীরিক কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র মানসিকভাবে মনে করে সে একজন মেয়ে। এভাবে কোমলমতি শিক্ষার্থীদের বিকৃত যৌনাচারের দিকে ঠেলে দেওয়ার দূরভিসন্ধি রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, লেকচারার আসিফ মাহতাবকে শিক্ষকতার পদ থেকে অব্যাহতি দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাধীনভাবে একটি দেশের সংবিধান বিরোধী ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলতেই পারে। সামাজিক, ধর্মীয় ও মানবতাবিরোধী বিষয়ে কথা বলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে তা শিক্ষক সমাজের জন্য এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। অনতিবিলম্বে তাকে স্বপদে বহাল করার পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

অধ্যাপক নাছির উদ্দিন খান বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে শিক্ষার অসারতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে বক্তব্য দেওয়ায় তাকে চাকুরীচ্যুত করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। এতে করে ব্র্যাক কর্তৃপক্ষের দৈন্যতা প্রমাণিত হয়েছে, তারা সমকামিতাকে এদেশে প্রমোট করছে। তিনি আসিফ মাহতাবকে পুনর্বহালের দাবি জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা এবিএম জাকারিয়া বলেন, শিক্ষাকে আদর্শবিহীন করার সঙ্গে সঙ্গে বিজ্ঞান শিক্ষা থেকেও ছাত্রদের দূরে রাখার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা কারিকুলাম বাদ দিতে হবে এবং দেশের অধিকাংশ মানুষের চিন্তাচেতনার আলোকে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। তিনি মাদ্রাসা শিক্ষা সিলেবাস থেকে ঢোল-তবলা, বাঁশির ছবি প্রত্যাহারের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

মারা গেলেন ইউএনও ফেরদৌস আরা

গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, হাসপাতালে শতাধিক

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

ইরানের এ অবস্থার জন্য ‘দায়ী যুক্তরাষ্ট্র’

ইরানে বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বাড়ায় মার্কিন হামলার শঙ্কা

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা : কোন গ্রেডে কত

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ঢাকায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

মমতাজের ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

১০

ঘুম থেকে ওঠার পরই সারা শরীরে ব্যথা হয়? ভয়াবহ রোগের লক্ষণ নয় তো

১১

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

১২

ঢাকায় বিশ্বকাপ ট্রফি, ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম

১৩

‘উত্তপ্ত’ বিসিবি-আইসিসির ভিডিও কনফারেন্স, কী ঘটেছিল সেদিন

১৪

কত টাকা চুক্তিতে খুন করা হয় বিএনপি নেতাকে

১৫

আজ ঢাকার তিন জায়গায় অবরোধ ঘোষণা

১৬

বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

১৭

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে কেমন মানুষ

১৮

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

১৯

চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

২০
X