কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডোনাল্ড লুর সফরে বিএনপি উৎসাহী নয় : ফারুক

প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে বিএনপি উৎসাহী নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উ‌দ্যো‌গে আমদানি করা খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা- এই বিষয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। বিএনপি জনগণের দল। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যেই দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাব। লু নিয়ে এত উৎসাহিত আমরা নই, লু নিয়ে উৎসাহিত আপনারা (আ.লীগ)। লু কী বার্তা নিয়ে আসছেন, সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়। কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে আছেন।

ফারুক বলেন, অবৈধভাবে আসা প্রতিবেশী দেশের পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। তাদের সঙ্গে যত অবৈধ চুক্তি আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার অবৈধ সরকার। তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা আজকে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়ে দেশের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

ফারুক বলেন, আজকে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হয় না। এর কারণ স্পষ্টভাবে আপনাদের (সরকার) জানাতে হবে। কেনো মুদ্রাস্ফীতি এভাবে বেড়ে যাচ্ছে। আজকে রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে। বাংলাদেশে বর্তমান সংকট আপনাদের দ্বারা সমাধান করা সম্ভব নয়। তাই জোর করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। আর কোনোদিনও সম্ভব হবে না। দেশের মানুষ জেগেছে।

ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এ বি এম ফারুকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিম। এসময় আরও বক্তব্য দেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সংঘর্ষে ছাদ উড়ে যাওয়া বাস নিয়ে ৫ কিলোমিটার গেলেন চালক

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

ইয়েমেনের তেলবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে সড়কে ঝরল ৪ প্রাণ

১8 এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া

টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিনটনের মুখবন্ধ / ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন

১৮ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ধরিয়ে দিল বিএনপি নেতাকর্মীরা

১০

চবির অপহৃত ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত

১১

দুপুরের মধ্যে তিন বিভাগে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির পূর্বাভাস 

১২

আরও ৩২ মৃত্যু / প্রজন্মের সবচেয়ে বড় মানবিক ব্যর্থতার নাম গাজা

১৩

আপত্তিকর ব্যানার নিয়ে উদ্বেগ-নিন্দা সিইউজের

১৪

ডিএনসিসির গণশুনানিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল, ধাক্কাধাক্কি

১৫

আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুরুল হক নুর

১৬

দেড় যুগ পর দেশে ফিরলেন জিয়া পরিষদ নেতা জলিল খান

১৭

জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

কালবেলার নামে সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভুয়া কার্ড প্রচার

১৯

জহিরের শাস্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

২০
X