সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ওমরা পালন করতে এসে আব্দুল হাই (৮৬) নামে এক বাংলাদেশির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১২ আগস্ট) নিখোঁজ আব্দুল হাইয়ের ভাতিজা সৌদিপ্রবাসী সরোয়ার আলম রুবেল বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ আব্দুল হাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা।
নিখোঁজ আব্দুল হাইয়ের ভাতিজা বলেন, আব্দুল হাই গত ৩ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ দিতে পারেনি কেউ। ইতোমধ্যে মক্কায় বাংলাদেশ হজ অফিস এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
নিখোঁজ আব্দুল হাইয়ের কেউ সন্ধান পেলে সৌদিপ্রবাসী সারোয়ার আলম রুবেলের সঙ্গে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সৌদি আরব : +৯৬৬৫৩১০২৭২৪০, বাংলাদেশ : +৮৮০১৭২১১১১০০২
উল্লেখ্য, আব্দুল হাই গত ২ আগস্ট পবিত্র ওমরা পালন করার জন্য গালফ এয়ারলাইন্সে সৌদি আরবে আসেন।
মন্তব্য করুন